Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> প্রেমিক: আমি তোমার নাম বালিতে লিখলাম কিন্তু সেটা ধুয়ে গেল।
প্রেমিকা: তারপর?
প্রেমিকা: তোমার নাম আমি আকাশে লিখলাম কিন্তু সেটা মেঘে ঢেকে গেল।
প্রেমিকা: তারপর?
প্রেমিক: এরপর সব কিছু বাদ দিয়ে তোমার নাম আমার হৃদয়ে লিখলাম, তখনই আমার হার্ট অ্যাটাক হলো।
> স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিতে আদালতে গেছেন—
স্বামী: আমি আমার স্ত্রীকে আজকেই ডিভোর্স দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।
আইনজীবী: কেন, সমস্যা কী আপনাদের?
স্বামী: আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।
আইনজীবী: আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।
> ঠাকুমা: আমি আর পারি না তোদের নিয়ে। এতো জ্বালাস আমাকে।
নাতি: ঠাকুমা আমরা তোমাকে জ্বালাই?
ঠাকুমা: জ্বালাসই তো, তোর স্যার এসেছিলো আজ, তুই নাকি স্কুলে যাস না।
নাতি: কিন্তু তোমার সঙ্গেই স্যারের দেখা হলো।
ঠাকুমা: কেন রে, তাতে কী হয়েছে?
নাতি: আমি তো স্যার কে বলেছিলাম তুমি মরে গেছ, তাই স্কুলে যেতে পারছি না।
> প্রতিবেশী: অবাক কাণ্ড! আপনার বাড়ির কাজের মেয়েটি এত আগে চলে আসে। আমাদেরটা তো আটটার আগে দেখাই দেয় না।
বৌদি: তাই নাকি?
প্রতিবেশী: কিছু বললে বলে, অন্য লোক দেখেন, আমি পারব না।
বৌদি: অনেক বুদ্ধি খাটাতে হয়েছে ভাই। শেষে ওর সঙ্গে আমাদের ড্রাইভারের পরিচয় করিয়ে দিলাম, এখন নিজের গরজেই আসে।
> ঝগড়ার পর বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। স্বামী রোজ কয়েকবার ফোন করে। কিন্তু স্ত্রীর বদলে শাশুড়ি ফোন ধরেন এবং বিরক্ত কণ্ঠে জানিয়ে দেন যে তার মেয়ে এমন ছেলের ঘর করবে না। আজও জামাই ফোন করল শ্বশুরবাড়িতে—
শাশুড়ি: কতোবার বলবো যে আমার মেয়ে তোমার সংসার আর করবে না! তারপরও বারবার ফোন করে বিরক্ত করছো কেন, বাবা?
জামাই: আপনার প্রথম কথাটা বারবার শুনতে খুবই ভালো লাগে, শান্তি পাই মা। এজন্যই বারবার ফোন করি।
> রোগী: ডাক্তারবাবু! ডাক্তারবাবু!
ডাক্তার: সমস্যা কী বলুন আগে! দেখি কী কষ্ট, কী অসুখ আপনার?
রোগী: আমার অসুখ খুবই আজব রকমের।
ডাক্তার: কথা না পেঁচিয়ে সরাসরি বলুন দেখি হয়েছেটা কী?
রোগী: আমার স্ত্রী যখন কথা বলেন তখন আমি কিছু শুনতে পাইনা।
চিকিৎসক দীর্ঘস্বাস গোপন করতে পারলেন না। উদাস কণ্ঠে বললেন—
ডাক্তার: আরে! একে অসুখ বলছেন কেন ভাই? এ তো ঈশ্বরের আশীর্বাদ! পয়সা খরচ করে এই অসুখ সারায় কোন পাগলে?
রোগী: মানে!
ডাক্তার: আহ্! আমার যদি এমন অসুখ হতো।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)