scorecardresearch
 

Funny Love Jokes: আধুনিক যুগের 'প্রেম' সম্রাট শাহজাহান দেখলে কী করতেন? প্রেমিকের উত্তর কিন্তু লাজবাব!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
Funny Love Jokes Funny Love Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> অনেকদিন পর দুই বন্ধুর দেখা হতেই খোশগল্পে মেতে উঠল-
পল্টু: বন্ধু, বলছিস সংসার জীবনে তুই খুবই সুখী। কিন্তু তুই তো আমাদের ক্লাসমেট মিলিকে বিয়ে করেছিস!
বল্টু: হ্যাঁ, করেছি। তাতে কী?
পল্টু: ও তো খুবই জেদী আর আর কড়া মেজাজের মেয়ে। ওকে সামলে চলা নির্ঘাৎ কঠিন কাজ? কীভাবে ম্যানেজ করিস?
বল্টু: খুব সোজা। যখন আমি দোষ করি, তখন সঙ্গে সঙ্গে স্বীকার করি। আর যখন সে দোষ করে, জাস্ট চেপে যাই।

> ১ম বন্ধু: ডাক্তারের কাছে গিয়েছিলি?
২য় বন্ধু: গিয়েছিলাম।
১ম বন্ধু: তোর বুকে যা ছিল খুঁজে পেয়েছেন?
২য় বন্ধু: প্রায় সবটাই।
১ম বন্ধু: মানে?
২য় বন্ধু: মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা।

আরও পড়ুন

> শ্রেণিকক্ষে বাংলা ব্যাকরণ অংশে রচনা লিখতে দিলেন শিক্ষক-
শিক্ষক: কিরে কমল, তোর আর তুহিনের গরুর রচনা হুবহু একরকম হলো কী করে?
কমল: স্যার, আমরা দু’জন তো একই গরু দেখে রচনা লিখেছি তাই!

> পথিক: তোমার নাম কি খোকা?
খোকা: নন্টে।
পথিক: আহা, ডাকনাম নয়, স্কুলের নাম জানতে চাইছি।
খোকা: ও, স্কুলের নাম যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয়।

> পার্কের বেঞ্চে বসে প্রেমিক-প্রেমিকা গল্প করছে-
প্রেমিক: বর্তমান যুগের প্রেম যদি সম্রাট শাহজাহান দেখতো...
প্রেমিকা: দেখলে কী হতো?
প্রেমিক: তাহলে তাজমহল ভেঙে তাজ বিড়ির দোকান দিতো।

Advertisement

> ছেলের বিয়ের কথাবার্তা চলছে। হঠাৎ ছেলে বাবার কাছে আবদার করলো-
ছেলে: বাবা, একটা কথা...
বাবা: কী কথা?
ছেলে: আমি শালি ছাড়া বিয়ে করবো না।
বাবা: কেন?
ছেলে: কারণ আমার বন্ধুদেরও হক আছে।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 
 

Advertisement