scorecardresearch
 

Short Jokes Can Remember: মেয়ে দেখতে এলো পাত্রপক্ষ,কনের কথা শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরবে!

Latest Jokes: সারাদিন হাসি-ঠাট্টা চললে মনটা খুশি থাকে। প্রতিদিন হাসলে শুধু আমাদের স্বাস্থ্য ভালো থাকে না, মনকেও খুশি রাখে। হাসতে এবং লোককে হাসাতে নীচে দেওয়া মজার জোকসগুলি পড়ুন...

Advertisement
Latest Jokes Latest Jokes

Viral Memes: জোকস মানুষের জীবনে চাপ কমায়, যার ফলে নতুন শক্তি অনুভূত হয়। হাসি প্রতিটি মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের মুখে হাসি থাকে, তখন একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়। আসুন হাসতে হাসতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> এক বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে সুস্থ হয়ে উঠার পর এক বন্ধুর সঙ্গে দেখা। 
বন্ধু বলল, ‘চল রাস্তা থেকে ঘুরে আসি।’
ওই ব্যক্তি: ‘না বন্ধু, আমি বাইরে যাব না, সমস্যা আছে।’
বন্ধু: ‘কেন? কী সমস্যা?’
ওই ব্যক্তি:‘ওই ট্রাকের পেছনে লেখা ছিল, ধন্যবাদ! আবার দেখা হবে!’

> এক ছাত্র ক্লাসে বসে ঝিমুচ্ছিল। দেখে শিক্ষক বলল, ‘এই ছেলে, দাঁড়াও! এখন বলো আকবর কে ছিলেন?’
ছাত্র : জানি না স্যার।
শিক্ষক : জানবে কীভাবে? ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, জানতে পারবে।
ছাত্র : আচ্ছা স্যার, আপনি জানেন পলাশ কে?
শিক্ষক : না, কে উনি?
ছাত্র : স্যার, আপনার মেয়ের দিকে একটু মনোযোগ দিন- জানতে পারবেন।

আরও পড়ুন

> ঘটিদার মেয়েকে দেখতে এলো পাত্রপক্ষ।
 আর পাত্রপক্ষ এলেই মেয়েদের অনেক কিছু জিজ্ঞাসা করে। 
ঘটিদার মেয়েকেও জিজ্ঞাসা করল, ‘আচ্ছা মা, বল তো পৃথিবী ঘোরে কেন?’
পাত্রী : পেটের জ্বালায়, এ জ্বালায় আমার বাবাও পকেট মারে!

> সকাল বেলায় অফিসের বসকে ফোন করেছে আবির—
আবির: স্যার, আজকে আমার শরীরটা খুব খারাপ। অফিসে আসতে পারব না।
বস: বল কি, শরীর খারাপ?
আবির: হ্যাঁ স্যার।
বস: শরীর খারাপ থাকলে আমি কী করি জানো? আমার প্রেমিকার সঙ্গে রিকশায় ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে। তুমিও চেষ্টা করে দেখতে পারো।
কিছুক্ষণ পর বসকে ফোন করলেন আবির। 
বললেন, ‘স্যার, আপনার বুদ্ধিটা বেশ কাজে লেগেছে। রিকশায় ঘুরে খুব ভালো লাগছে। আপনার প্রেমিকাও বেশ স্মার্ট, রিকশা ভাড়াটাও সে দেবে বলেছে!’

Advertisement

> বিবাহে প্রবল অনিচ্ছুক এক লোককে তার বন্ধু বলছেন—
বন্ধু: সারাটা জীবন একা একাই কাটাবে? ভেবে দেখ, তুমি যখন মরণশয্যায়, তখন তোমার মুখে জল দেওয়ার মতো কেউ থাকবে না।
কোনো প্রতিযুক্তি দেখাতে না পেরে বিয়ে করে ফেললো লোকটা।
অনেক বছর পরের কথা। দীর্ঘ সংসার জীবন যাপনের পর লোকটি বৃদ্ধ অবস্থায় শুয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। তাকে ঘিরে আছে তার স্ত্রী-পুত্র-কন্যা। শুয়ে শুয়ে সে ভাবছে—
বৃদ্ধ: কেন যে বিয়ে করেছিলাম! জল খেতে ইচ্ছে করছে না তো!

> নায়িকা: ওই হীরের দুল জোড়ার দাম কত?
ম্যানেজার: শুধু ১০ টি চুমু দিলেই হবে।
নায়িকা: আচ্ছা, আর ওই স্বর্ণের সুতায় কাজ করা শাড়িটি?
ম্যানেজার: ওটার জন্য ৫টি।
নায়িকা: দু’টোই প্যাকেট করে দিন।
ম্যানেজার হন্তদন্ত হয়ে দুল আর শাড়ি প্যাকেট করে নায়িকার হাতে ধরিয়ে গলা বাড়িয়ে দাঁড়ালো। 
এবার নায়িকা তার সঙ্গে থাকা কাজের মাসিকে বললেন—
নায়িকা: বিল চুকিয়ে দাও। খবরদার ১৫টার বেশি দিও না কিন্তু!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement