Jokes: সুস্থ থাকতে একজন মানুষকে অবশ্যই সময় বের করতে হবে এবং দিনে অন্তত একবার হাসতে হবে। আপনিও যদি এই ব্যস্ত জীবনে সুস্থ থাকতে চান, তাহলে সকাল-সন্ধ্যা জোরে জোরে হাসার অভ্যাস গড়ে তুলুন। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও যোগ গুরুরাও মানুষকে সুস্থ থাকতে হাসতে পরামর্শ দেন। একজন ব্যক্তির হাসতে কোন বিশেষ উপলক্ষের প্রয়োজন হয় না, কারণ সে যে কোন সময় হাসতে পারে। জোকস এবং কৌতুক একজন ব্যক্তিকে হাসাতে অনেক সাহায্য করে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার কৌতুক ও জোকস, যা পড়ার পর আপনি হাসিতে ফেটে পড়বেন।
> স্বামী ফেসবুকে ব্যস্ত, স্ত্রী রোমান্টিক মুডে!
স্ত্রী - আমি তোমাকে ভালোবাসি
স্বামী - হুমম.. নতুন কিছু থাকলে বলো
বউ - আমি মা হতে যাচ্ছি
স্বামী - ঠিক আছে.. আর কোন নতুন কথা
বউ (বিরক্ত হয়ে) - তুমি সন্তানের বাবা নও... !
এবার হুঁশ হারিয়ে ফেললেন স্বামী
> দুই ভাই চিন্টু ও পিন্টু একই ক্লাসে পড়ে।
শিক্ষকঃ তোমরা দুজনেই তোমাদের বাবার নাম আলাদা করে লিখলে কেন?
চিন্টু- স্যার, নাহলে বলবেন আমরা কপি করেছি, তাই...
> মা- এত লিপস্টিক পরে কোথায় যাচ্ছ?
মেয়ে- মা, আমি কলেজে যাচ্ছি।
মা- তোমার কোন ছেলেকে পছন্দ?
মেয়ে খুশি হয়ে উঠল - হ্যাঁ মা, আমি তাকে খুব পছন্দ করি
মা - তাহলে ওই অপদার্থকে বলে দে...
দত্তবাবুর ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে...!!!
> বাসস্ট্যান্ডে বোরখা পরা এক বিবাহিত মহিলার হাত ধরে পাপ্পু বলল...
পাপ্পু - তোমার চেহারা আমার স্ত্রীর মতো।
বোরখা পরা ওই বিবাহিত মহিলা পাপ্পুর মুখে জোরে চড় মারলেন।
পাপ্পু- আশ্চর্য, অভ্যাসটাও তাই!
> পিন্টু সাইকেলে করে বাজারে যাচ্ছিল...
এক বিদেশি লোক এসে পিন্টুকে থামালো।
পিন্টু- এমন হঠাৎ হাজির হলে, মরতে চাও নাকি?
বিদেশি- আমি তাজমহলে যেতে চাই!
পিন্টু- তাহলে যাও। আমি যদি সবাইকে বলতে থাকি, কবে পৌঁছাব?
> উর্দু শিক্ষক প্রশ্ন করলেন- 'ব্যর্থ প্রেম' আর 'সম্পূর্ণ প্রেম'-এর মধ্যে পার্থক্য কী...?
ছাত্রটি উত্তর দিল- 'ব্যর্থ প্রেম' চমৎকার কবিতা লেখার রসদ,
গজল গায়, পাহাড়ে ঘুরে বেড়ায়, ভালো মদ খায়।
আর 'ভালবাসা' কীভাবে সবজির সঙ্গে ফ্রি ধনেপাতা পাওয়া যায়, ফেরার পথে রুটি আনা এবং ডালে অতিরিক্ত নুন খেতেই শেষ হয়ে যায়।
> বউ স্বামীকে মেসেজ করলো- তোমার প্রতিবেশীকে কেমন লাগে?
স্ত্রীকে খুশি করতে স্বামী উত্তর দিল-
বানরের মতো...!
বউঃ ঠিক আছে, তুমি এলে আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসো, না হলে আমি প্রতিবেশীকে এই মেসেজ দেখাবো...!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)