scorecardresearch
 

Popular Jokes: পুরনো টিকিট নিয়ে ট্রেনে উঠল যাত্রী, যুক্তি শুনে একেবারে বোল্ড টিকিট চেকার!

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
Popular Jokes Popular Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, 
বাঘ কত ভয়ংকর প্রাণী, কী ভীষণ হিংস্র সে!
ছেলে: (কাঁদো কাঁদো হয়ে) বাবা, এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে...!
বাবা: (আদুরে স্বরে) কী হবে তাহলে?
ছেলে: আমি বাড়ি যাব কীভাবে! ভ্যা...

> ছেলে বাবার কাঁধে বসে চুল টানছে।
বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।
খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেয়ার চেষ্টা করছি!

আরও পড়ুন

> স্বামীঃ (স্ত্রীকে) এই শুনছো! আমার শার্টটা ধুয়ে রাখবে। নইলে...
স্ত্রীঃ (রেগে গিয়ে) নইলে, নইলে কী করবে?
স্বামীঃ নিজেই ধুয়ে নেব।

> স্ত্রী : টিভিতে রোজ কী এত ফুটবল দেখ? 
একটা বল নিয়ে ২৫ জনের (রেফারি, লাইন্সম্যান সহ) দৌড়াদৌড়ি। এক জিনিস প্রতিদিন দেখতে ভালো লাগে?
স্বামী : বিয়ে হলো আজ দশ বছর। সেই একই মানুষ রোজ দেখা নিয়ে আমি কি কখনো অভিযোগ করেছি?

> সমীর ট্রেনে উঠেছে। 
একটু পর টিকিট চেকার এসে তার কাছে টিকিট দেখতে চাইল। 
মীর পকেট থেকে একটি টিকিট বের করে চেকারকে দিয়ে দিলো।
টিকিট চেকার অবাক হয়ে বলল, ‘আরে এটা তো পুরোনো টিকিট, নতুন টিকিট কই!’ 
সমীর রেগে বলল, ‘কেন, আপনার ট্রেন বুঝি এইমাত্র শো-রুম থেকে নিয়ে এলেন যে নতুন টিকিট দেখাতে হবে?’

Advertisement

> শিক্ষক: বলো তো ছটকু, তোমার বাবা শতকরা ১০ টাকা হার সুদে ৫০০ টাকা ব্যাঙ্ক থেকে লোন নিলেন, এক বছর পর তিনি ব্যাঙ্ককে কত টাকা দেবেন?
ছটকু: কোনো টাকাই দেবেন না, স্যার।
শিক্ষক: গাধা! এখনো এই অঙ্কই জানো না?
ছটকু: আমি অঙ্ক জানি স্যার, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement