scorecardresearch
 

Cricket Funny Jokes: শাশুড়িকে হিট করার বাজি! পড়ুন ক্রিকেট স্পেশাল দমফাটা হাসির JOKES

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
Cricket Funny Jokes Cricket Funny Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> এক ক্রিকেটার নিজের উন্নতিতে বেশ অভিভূত। 
তাই এক খেলায় তিনি তার শাশুড়িকে খেলা দেখার আমন্ত্রন দেন। 
ব্যাট হাতে ক্রিজে গিয়ে তিনি বেশ নার্ভাস বোধ করেন।
 তখন পেছনের উইকেট কিপারকে বলেন-
ক্রিকেটার: আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, বলটি আমি ঠিকমতো হিট করতে পারব কি-না? গ্যালারিতে আমার শাশুড়ি বসে আছেন।
উইকেট কিপার: আমি বাজি ধরে বলতে পারি, তুমি কোনোদিনও অতদূরে তোমার শাশুড়িকে হিট করতে পারবে না।

> আগামী ম্যাচ হচ্ছে টিমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
 তাই দলের অন্যতম ফাস্ট বোলার পুরো সপ্তাহ ধরে কঠিন পরিশ্রম করলেন। 
পুরো সপ্তাহ তিনি নেটে অনুশীলন করে কাটালেন। 
সবশেষে ম্যাচের আগের দিন মাঠে প্রাকটিসের এক ফাঁকে কোচকে জিজ্ঞেস করলেন-
বোলার: কোনো পার্থক্য কি চোখে পড়ছে?
কোচ: হ্যাঁ, তোমার চুল কাটানোটা ভালো হয়েছে।

আরও পড়ুন

> বাবা: আজ স্কুলের টিচার কী বললেন?
বাবলু: বললেন তোমার জন্য একজন ভালো অঙ্কের টিউটর রাখতে।
বাবা: মানে?
বাবলু: মানে, তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।

> সদ্য কৈশোর উত্তীর্ণ ছেলেকে এক বাবা বলছেন- 
বাবা: সোনা আমার, মদ্যপান খুব খারাপ। কখনো ছুঁবি না এ জিনিস। ভুলেও কখনো মদ খাবি না। মনে থাকবে? 
ছেলে: বলছো কি বাবা! তোমার মুখে এ কথা?
বাবা: সংসারের অবস্থা ভালো না রে। একসঙ্গে দু’জনই যদি খাওয়া শুরু করি, তালে বাড়ি-ঘর নিলামে উঠতে সময় লাগবে না।

Advertisement

> ছেলে বাবার কাঁধে বসে চুল টানছে।
বাবা: খোকা, চুল টানা বন্ধ করো।
খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি!

> এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, 
ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ—বড্ড মেয়ে ঘেঁষা। আমি সংশোধনের চেষ্টা করছি। 
ছেলেটির বাবা বাড়ি ছিলেন না। মা রিপোর্টের নীচে লিখলেন, 
আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বের করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement