Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> গার্লফ্রেন্ড (বয়ফ্রেন্ডের কাছে)- আরে বাবা, তাড়াতাড়ি জানালা থেকে লাফ দাও, বাবা আসছে।
প্রেমিক- কিন্তু এটা ১৩ তলা।
গার্লফ্রেন্ড- আরে, এটা শুভ-অশুভ চিন্তা করার সময় নয়।
> মন্টু- বন্ধু, মেয়েদের জীবনটাই ভালো। বিয়ের আগে বাবার পরী থাকে... বিয়ের পর সে ঘরের লক্ষ্মী হয়।
চিন্টু- ...আর ছেলেরা?
মন্টু- ছেলেদের কথা আর কী, বিয়ের আগে বাবা আর বিয়ের পরে বউয়ের মার খায়।
> ঘরজামাই- আজ থেকে আমি ভাতের বদলে রুটি খাব।
শ্বশুর- এমন কেন?
ঘরজামাই- আমি আমার শ্বশুরবাড়ি ও প্রতিবেশীদের কটূক্তি শুনতে শুনতে ক্লান্ত। প্রতিদিন ওরা বলে আমি আমার শ্বশুরবাড়ির ভাত খাই।
> রোগী- সঠিকভাবে অপারেশন করবেন।
ডাক্তার- কেন এমন বললেন?
রোগী: কারণ সার্জন এবং বিসর্জনের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। অপারেশন যদি ঠিকঠাক হয় তাহলে আপনি সার্জন আর আপনার হাত নড়লে আমার বিসর্জন।
> চিল্লু- বন্ধু, আমাকে ওই মেয়ের হাত থেকে বাঁচাও,
বন্ধু- কেন?
চিল্লু- যখন থেকে বলেছি , 'দিল চির কে দেখ তেরা হি নাম হো গা...'
সে ছুরি নিয়ে আমার পিছু নিয়েছে।
> টিল্লু তার অসুখ নিয়ে ডাক্তারের কাছে গেল,
ডাক্তার- আপনার অসুস্থতার সঠিক কারণ বুঝতে পারছি না,
মদ খাওয়ার কারণে এমন হতে পারে
টিল্লু- সমস্যা নেই ডাক্তার
আপনার যখন ছেড়ে যাবে তখন আবার আসব।
> বউ- কোথায় তুমি?
স্বামী- স্কুটার থেকে পড়ে গেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে যাচ্ছি।
বউ- খেয়াল রেখো, টিফিনবাটি যেন বাঁকা হয়ে না যায়, নইলে ডাল পড়ে যাবে।
> রাজু পাহাড়ে প্যারাসুট বিক্রি করছিল
এক খদ্দের - প্যারাসুট না খুললে কী হবে?
রাজু- তাহলে আপনার সব টাকা ফেরত।
> বল্টুর বউ :ওগো শুনছো, জানো তো কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, তুমি আমাকে একটা হীরের হার আর কানের দুল কিনে দিয়েছ।
বিল্টু : আরে বাহ! আমিও তো একই স্বপ্ন দেখলাম...তোমার বাবা আমার হাতে টাকাটা দিয়ে বলছেন বাবা মেয়েটাকে একটা হীরের ভাল হার ও কানের দুলের সেট কিনে দিও।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)