scorecardresearch
 

Most Unique and Funniest Jokes: মেয়ে আর ছেলেদের লাইফস্টাইলের তফাৎ কোথায়? এই Jokes পড়লে আপনি হাসতে বাধ্য!

Jokes in Bengali: হাসি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দৌড়াদৌড়ির জীবনের মাঝে টেনশন মুক্ত থাকতে হাসতে থাকা খুব জরুরি। হাসি মানসিক চাপ দূর করে। এমন পরিস্থিতিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কৌতুক, যা পড়ার পর আপনি কিছু সময়ের জন্য হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

Bengali Chutkule: মন থেকে  হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের  রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে  মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।

>শিক্ষক- একটি ঝুড়িতে ১০টি আম ছিল, ৩টি পচা, কয়টি আম আছে? 
ছাত্র - ১০
শিক্ষক - এটা কীভাবে? 
ছাত্র- যারা পচে গেছে তারাও তো আম থাকবে। পচে গেলে কলা হয়ে যাবে নাকি। 
ছাত্রটি আজ একজন আইনজীবী।

>চোখ এখনো সেই  ব্যক্তিকে খুঁজছে।
 যিনি ছোটবেলায় এই গুজব ছড়িয়েছিলেন যে, 
বইয়ে ময়ূরের পালক রাখলেই বিদ্যা আসে। 

আরও পড়ুন

> টিল্লু লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞেস করে, আত্মহত্যা করার কোন বই আছে? 
লাইব্রেরিয়ান তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল- কে আসবে ফেরত দিতে?

> স্বামী এক গ্লাস হুইস্কি বানিয়ে স্ত্রীকে বলে- 
নাও খাও। 
বউ হুইস্কির স্বাদ নেয়, তারপর বলে- 
ছিঃ। ছিঃ, কী তেতো। 
স্বামী- আর তুমি মনে কর আমি প্রতিদিনই আয়েশ করি। 
আমি রোজ বিষে চুমুক দেই 

>মাস্টার- বলো তো বাচ্চারা..যার শেষ নেই তাকে কী বলে? 
পিন্টু- আমার মায়ের ভাষণ। 

> মেয়েরা ৩০০ টাকার স্যান্ডেল কিনে পুড়ো পাড়ায় বলে – আমি কেনাকাটা করে আসছি। 
আর ১০০০ টাকার মদ খেয়ে ছেলেরা এসে চুপচাপ ঘুমিয়ে যায়। 
সরল জীবনযাপন, উচ্চ চিন্তা।

> এক মাতাল চোখ দান করতে গেল, কাউন্টার ক্লার্ক বলল, কিছু বলতে চান?
 মাতাল - যাকে দেবেন  তাকে বলে দেবেন দুই চুমুকের পরে খোলে।

 > নিজেকে যত বড় প্রেমিকই ভাবুন  না কেন, 
কিন্তু সবচেয়ে বেদনাদায়ক গানের কালেকশন শুধু তাদের কাছেই পাওয়া যায়া ট্রাক চালায়।

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement