scorecardresearch
 

Makar Sankranti Special Jokes: সন্তান জন্মের পর জমজ বাচ্চা হওয়ার কারণ জানালেন মহিলা, শুনে একদম চিৎপটাং চিকিৎসক

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
Makar Sankranti Special Jokes Makar Sankranti Special Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> ক্রেতা: বেশ ফুচকা বানাও দেখছি।
ফুচকাওয়ালা: হ্যাঁ স্যার! আপনাদের আশীর্বাদ...
ক্রেতা: তার মানে পচা আলু- এসব খাওয়াও কাস্টমারদের?
ফুচকাওয়ালা:  না স্যার! এরকম কাজ করি না!
ক্রেতা: ভালো! তা বাথরুম করে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নাও? মানে যখন ফুচকা বানাও, তখন?
ফুচকাওয়ালা: না স্যার! সময় পাই না। ম্যালা ভিড় থাকে তো...
ক্রেতা: ওয়াক থু...
ফুচকাওয়ালা: তবে স্যার! টয়লেটে যাওয়ার আগে ভালো করে হাত ধুতে  অয়। কারণ সব সময় ঝাল-লঙ্কা  নিয়া কাজ করি তো।

> দুই বন্ধু বসে বসে ফল খাচ্ছে। হঠাৎ দেখলো ফলে পোকা। তাই এক বন্ধু বলছে-
১ম বন্ধু: ফল খাওয়ার সময় মাঝপথে তাতে পোকা পেলে ক্ষতি নেই।
২য় বন্ধু: কিন্তু সমস্যা হচ্ছে তখন, যখন পোকাটার অর্ধেক পাওয়া যায়! বাকিটা পেটের ভেতর...

আরও পড়ুন

> মন্টুর মা: আমি মুটিয়ে যাচ্ছি...
মন্টুর বাবা: কি যা তা বাজে বকছো!
মন্টুর মা: ওহ! থ্যাঙ্কস গড! তুমি অ্যাত্ত ভাল...
মন্টুর বাবা: আমি তো আসলে বলতে চাইছিলাম যে তুমি তো সব সময়ই এমন মুটকি ছিলে।
মন্টুর মা: তোর মতো  স্বামী যেন আর কারো না হয়। তুই দূর হ আমার সামনে থেকে... মুখপোড়া কোথাকার!

> বস: তোমার কাছে স্বীকার না করে পারছি না! মেয়ে পটানোর চক্করে ফেসবুকে এযাবৎ ১৫ জন ছেলেকে পটিয়ে ফেলেছি...
মন্টুর বাবা: বলছেন কী বস! আপনার থেকে তো সাবধান থাকতে হবে... স্বভাব যে আপনার এরকম তাতো আন্দাজ করতে পারিনি! 

Advertisement

> শিক্ষক: গতকাল যে পড়া দিয়েছি তা মুখস্ত করনি কেন?
ছাত্র: ম্যাডাম, পড়া শুরু করতেই কারেন্ট চলে গেল...
শিক্ষক: তারপর সারারাত কারেন্ট কী আর আসেনি! নাকি এসেছিল?
ছাত্র: এসেছিল আধা ঘণ্টার মধ্যেই...
শিক্ষক: তো? তখন পড়নি?
ছাত্র: ম্যাডাম, এরপর এই ভয়ে আর পড়তে বসিনি- যদি আবার চলে যায়!

> চিকিৎসক: আপনার তো জমজ বাচ্চা হয়েছে।
মহিলা: হবেই তো। বাচ্চা পেটে নিয়ে চ্যালেঞ্জ-২, আশিকি-২, দাবাং-২, জান্নাত-২, পাগলু-২ ফিল্ম দেখেছি না, তাই।
চিকিৎসক: ভাগ্যিস, আপনি বাচ্চা পেটে নিয়া খোকা ৪২০ ফিল্মটি দেখেননি।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement