Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> বৃদ্ধ স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে। তাকে দেখতে এসেছে প্রতিবেশি।
স্ত্রী: এদিকে তাকিয়ে দেখো তো, তোমাকে কে দেখতে এসেছে! পাশের বাড়ির করুনা বৌদি।
স্বামী: ১০ বছর আগে কোনোদিন ওর দিকে তাকিয়ে দেখতে দিলে না, এখন এই বয়সে তাকিয়ে আর কি করব?
> কমল তার প্রেমিকা তিশার সঙ্গে ডেটিংয়ে গেছে-
তিশা: আমি আমার পার্সটা ভুলে বাড়ি রেখে এসেছি।
কমল: তাতে সমস্যা কী?
তিশা: কিন্তু এখন আমার দুই হাজার টাকার খুব দরকার।
কমল: কোনো সমস্যা নেই, আমি আছি না! এই নাও ২০ টাকা। এটা দিয়ে রিকশায় করে বাড়ি গিয়ে পার্সটা নিয়ে এসো!
> ছেলে: বাবা, তুমি কি কিছু টাকা বাঁচাতে চাও?
বাবা: অবশ্যই চাই।
ছেলে: তাহলে আমাকে একটি বাইক কিনে দাও।
বাবা: কেন?
ছেলে: তাতে জুতোর তলা ক্ষয় কম হবে। আমাকে জুতো কিনে দেওয়ার টাকাটা তোমার বেঁচে যাবে।
> রাকেশ: হ্যাঁ রে, তোর বাড়ির সবাই কি তোর মতো কৃপণ?
রাজিব: ঠিক কৃপণ না, একটু হিসেবি।
রাজেশ: কেমন?
রাজিব: যেমন ধর, আমার কাকা গত পরশু বাসের সিটের ওপর একটা কাশির সিরাপ কুড়িয়ে পেলেন। তা এমন দামি ওষুধটা তো নষ্ট করা যায় না, তাই কাল রাতভর উনি বৃষ্টিতে ভিজলেন।
আজ সকাল থেকে শুরু হলো কাশি, এখন ওষুধটা কাজে লাগছে।
> আন্টি: আমার ছেলে সাইন্স নিয়েছে। আর মেয়ে কমার্স নিয়েছে। আপনার ছেলে-মেয়েরা কি কি নিয়েছে?
বল্টুর মা: আমার ছেলে মোবাইল নিয়েছে আর মেয়ে ল্যাপটপ নিয়েছে।
> স্ত্রী: বিয়ের আগে তো খুব বলেছিলে?
স্বামী: কী বলেছিলাম?
স্ত্রী: বিয়ের পর আমাকে পাগলের মতো ভালোবাসবে! আর এখন তো ফিরেও তাকাও না।
স্বামী: হায়রে কপাল আমার! কে জানত যে, তোমার বিয়ে আমার সঙ্গেই হবে।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)