Jokes in Bengali: দৌড়াদৌড়ি ভরা জীবনের মাঝে টেনশন মুক্ত থাকতে হাসতে থাকা খুব জরুরি। হাসি মানসিক চাপ দূর করে। এমন পরিস্থিতিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কৌতুক। যা পড়ার পর আপনি কিছু সময়ের জন্য নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> ট্রেনের টিকিটের জন্য গিয়ে দেখি কাউন্টারের সামনে বিশাল লাইন। কোনো টিকিট পাওয়া যাচ্ছে না।
এমন সময় একটি লোক লাইন থেকে বেরিয়ে এসে বলল-
লোকটি: এই স্টেশন মাস্টারকে আমি খুন করব।
এই বলেই চলে গেলেন। তার একটু পরই তিনি ফিরে এলেন-
আমি: কী ভাই, খুন করতে পারলেন?
লোকটি: না ভাই।
আমি: কেন?
লোকটি: ওখানে এর চেয়েও বড় লাইন।
> একটি মেয়ে ভুল করে অন্য ট্রেনে উঠে পড়ল।
পরের স্টেশনে নেমে এক খোড়া লোককে জিজ্ঞাসা করল, ‘এটা কোন স্টেশন?’
কিন্তু হইচইয়ের কারণে উত্তর শুনতে না পেয়ে লোকটাকে ধরে টেনে বিশ্রাম কক্ষে নিয়ে গেল।
সেখানে নিয়ে আবার জিজ্ঞাসা করল, ‘এইটা কোন স্টেশন?’
লোকটি রেগে গিয় বলল, ‘একশ বার কইরা কইলাম যে, এইডা রেল স্টেশন। আপনে বিশ্বাসই করতাছেন না!’
> বাড়ির দোতলায় মিস্ত্রি দিয়ে রং করাচ্ছিলেন বাড়িওয়ালা।
কিছুক্ষণ পর তার মনে হলো, মিস্ত্রি খুব ধীরে ধীরে কাজ করছে। তাই রান্নাঘর থেকে উপর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি-
বাড়িওয়ালা: কী, কাজ করছ তো, না-কি ফাঁকি দিচ্ছো?
মিস্ত্রি: না, কাজ করছি।
বাড়িওয়ালা: আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না।
মিস্ত্রি: হাতুড়ি দিয়ে তো আর রং করা হয় না। আওয়াজ পাবেন কীভাবে?
> ১ম বন্ধু: তোর স্যুটটা তো বেশ সুন্দর। কোথায় পেলি?
২য় বন্ধু: এটা আমার স্ত্রী দিয়েছে একটা সারপ্রাইজ গিফট হিসেবে।
১ম বন্ধু: কেমন সারপ্রাইজ?
২য় বন্ধু: আমি অফিস থেকে ফিরে দেখি সোফার উপর স্যুটটা পড়ে আছে।
> নান্টু আর পিন্টু গাড়ি করে যাচ্ছিল। চালকের আসনে ছিল পিন্টু-
নান্টু: কিরে, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?
পিন্টু: গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে!
নান্টু: আরে গাধা, তাহলে গতি বাড়াচ্ছিস কেন? গতি কমা!
পিন্টু: না, না! যে করেই হোক, অ্যাকসিডেন্ট হওয়ার আগে আগে বাড়ি পৌঁছতে হবে!
> প্রেমিকা: দরজা-জানালা বন্ধ করে দাও!
প্রেমিক: কেন?
প্রেমিকা: তোমাকে একটা গোপন জিনিস দেখাব!
প্রেমিক: সত্যি?
প্রেমিকা: হ্যাঁ, আগে সবকিছু বন্ধ করে দাও, যাতে আলো না আসে!
প্রেমিক: তারপর?
প্রেমিকা: আমার কাছে আসো
প্রেমিক: ওহ! আর কী করবো বলো?
প্রেমিকা: এবার দেখো, আমার ঘড়িতে লাইট জ্বলে!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)