scorecardresearch
 

Best Breakup Jokes: ছেলেটির সঙ্গে মেয়েটির তুমুল ঝগড়ার পর ব্রেকআপ, পরের ঘটনায় হাসতে হাসতে পেটে খিল ধরবে!

Bengali Jokes: হাসি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লোকেরা প্রায়শই তাদের মনকে সতেজ করার জন্য হাসির থেরাপির সাহায্য নেয়, কারণ এটি কেবল চাপ কমায় না ফুসফুসকেও সুস্থ রাখে। এমন পরিস্থিতিতে, জোকস আপনাকে হাসাতে একটি উপযুক্ত বিকল্প। এটি হাসার সবচেয়ে সহজ এবং সস্তা উপায়। আপনিও যদি জোকস পড়ার শৌখিন হন, তাহলে পড়ুন এই কৌতুকগুলি-

Advertisement
Bengali Jokes Bengali Jokes

Jokes: হাসি-ঠাট্টা করা শুধুমাত্র আশেপাশের পরিবেশকে হালকা এবং মনোরম রাখে না, তবে ব্যক্তির মনও শান্ত ও খুশি থাকে। সেই সঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও সবসময় হাসতে পরামর্শ দেন। আপনিও যদি নিজেকে ফিট রাখতে চান, তাহলে প্রতিদিন মজার জোকস পড়ুন।

> ছেলেটির সঙ্গে মেয়েটির তুমুল ঝগড়া হলো। 
কিছুদিন পর মেয়েটি রেগে চিঠি লিখলো, ‘তোমার কাছে আমার যে ছবি আছে তা পত্রপাঠ ফেরত পাঠাবে।’
ছেলেটি একটি প্যাকেটে ১০০ মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে লিখল, ‘এর ভেতর থেকে তোমারটা বেছে নাও, তোমার চেহারা ঠিক মনে পড়ছে না।’

> প্রেম করে বিয়ে করার পর বন্ধুকে বউ দেখাতে নিয়ে এসেছে শিবম। 
বউ দেখানোর পর শিবম বলল-
শিবম: বন্ধু, আমার বউ কেমন দেখলি?
বন্ধু: বুঝলাম, সত্যিকারের প্রেম আসলেই অন্ধ।

আরও পড়ুন

> মেয়ে: আমি মা হতে চলেছি।
মা: কোথায় গেছিলি বংশের মুখ কালো করার জন্য? বল তাড়াতাড়ি, নইলে সিমেন্টের সাথে দেওয়ালে একেবারে প্যাকেট করে রেখে দেব!
মেয়ে: স্কুলের একটা নাটকে ‘মা’র চরিত্রে অভিনয় করতে চলেছি আমি।

> ট্রেনের টিকিটের জন্য গিয়ে দেখি কাউন্টারের সামনে বিশাল লাইন। কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। 
এমন সময় এক লোক লাইন থেকে বেরিয়ে এসে বলল-
লোক: এই স্টেশন মাস্টারকে আমি খুন করব।
এই বলেই চলে গেলেন। তার একটু পরই তিনি ফিরে এলেন-
আমি: কী ভাই, খুন করতে পারলেন?
লোক: না ভাই।
আমি: কেন?
লোক: ওখানে এর চেয়েও বড় লাইন।

> শিক্ষক: যদি পুকুরে তোমার বন্ধু আর প্রেমিকা ডুবে যেতে থাকে, তাহলে তুমি কাকে বাঁচাবে?
ছাত্র: দু’জনকেই ডুবতে দিন।
স্যার: সে কী, কেন?
ছাত্র: আরে, ওরা একসঙ্গে  পুকুরে কী করছিল?

Advertisement

> পুলিশ: আপনি বলছেন, আপনার স্ত্রী আপনার দিকে একটা চেয়ার ছুঁড়ে মারলেন?
স্বামী: হ্যাঁ।
পুলিশ: তারপর আপনার শাশুড়ি একটা টেবিল ছুঁড়ে মারলেন আপনার দিকে?
স্বামী: হ্যাঁ।
পুলিশ: তারপর কেন আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন?
স্বামী: যখন দেখলাম, তারা দু’জনই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে, তখন আর সাহস পেলাম না

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 


 

Advertisement