scorecardresearch
 

The Best Marriage Jokes: স্ত্রীর কোন কাজে আসেন বল্টু? জবাবটা শুনলে কিন্তু হো হো করে হাসবেন

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
The Best Marriage Jokes The Best Marriage Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

> বল্টুর বউ: সারক্ষণ তো খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ। কোনো কাজেই আসছ না। ঘরের কোন কাজে আসো তুমি শুনি?
বল্টু: বলো কী? আমি না থাকলে ঘর মোছার গেঞ্জিটা কোথা থেকে আসত শুনি?

> কমল তার প্রেমিকা তিশার সঙ্গে ডেটিংয়ে গেছে-
তিশা: আমি আমার পার্সটা ভুলে বাড়ি রেখে এসেছি।
কমল: তাতে সমস্যা কী?
তিশা: কিন্তু এখন আমার দুই হাজার টাকার খুব দরকার।
কমল: কোনো সমস্যা নেই, আমি আছি না! এই নাও ২০ টাকা। এটা দিয়ে রিকশায় করে বাড়ি গিয়ে পার্সটা নিয়ে এসো!

আরও পড়ুন

> এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন–
শিক্ষক: আচ্ছা বলো তো, বাংলায় কাকের সংখ্যা কত?
ছাত্র: কেন স্যার ৯,৯৯৯টি!
শিক্ষক: তুমি কি সিওর?
ছাত্র: হ্যাঁ স্যার! যদি গণনায় এর থেকে কম হয়, তাহলে মনে করবেন বাংলা থেকে কিছু কাক বাংলাদেশে বেড়াতে গেছে। আর যদি বেশি হয়, তাহলে মনে করবেন বাংলাদেশ থেকে কিছু কাক এ দেশে বেড়াতে এসেছে।

> দীর্ঘদিনের পরিচিত এক রোগী তার ডাক্তারকে প্রশ্ন করলেন-
রোগী: আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত সাইন থাকতে আপনারা ‘প্লাস’ কেন বেছে নিলেন?
ডাক্তার: দেখুন, রোগী মরুক আর বাঁচুক, ডাক্তার তো সব সময় ‘প্লাস’ই থাকে না কি?

> বাবু আর হাবু গেছে এক জায়গায় বোমা নিষ্ক্রিয় করতে। 
সেখানে গিয়ে তারা তিনটি বোমা পেল। 
সেগুলো নিয়ে ফিরে আসার সময় বাবু বলল-
বাবু: হ্যাঁরে, যেতে যেতে যদি রাস্তায়ই একটা বোমা ফেটে যায়, তাহলে কী করবি?
হাবু: আরে এত চিন্তা করছিস কেন?
বাবু: তাহলে কী করবো, বল না?
হাবু: একটু বানিয়ে বলে দেব যে, আমরা আসলে দুটি বোমাই পেয়েছিলাম।

Advertisement

> শিক্ষক: মানুষ পরিবর্তনশীল- এর প্রমাণ কে দিতে পারবে?
ছাত্র: আমি পারব স্যার?
শিক্ষক: বলো।
ছাত্র: আমাদের পাড়ার একজন যখন আমাদের সাথে আড্ডা দিতো; তখন তাকে বড় ভাই বলে ডাকতাম। তারপর তিনি যখন আমাদের বাড়ি টিউশনি করতে এলেন; তখন তাকে স্যার বলে ডাকতাম। এরপর তিনি আমার বোনকে বিয়ে করলেন; এখন তিনি জামাইবাবু।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement