scorecardresearch
 
Advertisement
কলকাতা

এবার জগদ্ধাত্রী পুজোতেও বেলুড় মঠে সাধারণ মানুষের 'নো এন্ট্রি'

belur math jagadhatri puja no entry for public
  • 1/5

করোনা অতিমারীর কারণে এবছর বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন ও সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় জনসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। সকল দর্শনার্থীকে অনলাইনে পুজো দেখার অনুরোধ জানান হয়েছে। 

belur math jagadhatri puja no entry for public
  • 2/5

দীর্ঘ ৭৫ বছরের এই পুজো এবার হবে মা সারদার প্রার্থনা কক্ষে। নব্বইয়ের দশক পর্যন্ত এই কক্ষেই হত পুজো। তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে পুজো স্থানান্তরিত হয়। 
 

belur math jagadhatri puja no entry for public
  • 3/5

এবছর করোনা পরিস্থিতিতে ফের প্রার্থনা কক্ষেই হবে জগদ্ধাত্রী পুজো। তবে পুজোর সরাসরি সম্প্রচার হবে সারদাপীঠ ও বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইটে। 
 

Advertisement
belur math jagadhatri puja no entry for public
  • 4/5

সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা মিলেই করবেন এই পুজো। ২২ নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পরে জগদ্ধাত্রী পুজোর অধিবাস হবে। ২৩ নভেম্বর সারা দিন চলবে অধিবাস। 
 

belur math jagadhatri puja no entry for public
  • 5/5

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সাবধানতা অবলম্বন করছে মিশন কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এবছর দুর্গাপুজোতেও সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল বেলুড় মঠে। 

Advertisement