মনোনয়ন জমা দেওয়ার দিনই নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির পরিমাণ জানিয়ে ছিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার হলফনামা জমা দেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস ও BJP-র প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
কার কত সম্পত্তি? নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুসারে সম্পত্তির অঙ্কে সব থেকে এগিয়ে গেরুয়া শিবিরের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮২ লাখ ৩১ হাজার ২২২ টাকা। তাঁর বার্ষিক আয় ১০ লাখ ৩৫ হাজারের কিছু বেশি টাকা।
তাঁর মোট ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া একাধিক মিউচুয়াল ফান্ড রয়েছে। ব্যক্তিগত গাড়ি রয়েছে প্রিয়াঙ্কার। তাঁর গয়নার দাম প্রায় ১৩ লাখ টাকা । এই প্রার্থীর ঋণ রয়েছে ৩৫ লাখ টাকার।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। ৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম অলঙ্কার রয়েছে।
২০১৯-২০ অর্থবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ছিল ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ টাকার। চলতি অর্থবর্ষে তা বেড়েছে। এখন তাঁর সম্পত্তি ১৫ লাখ ৪৭ হাজার ৮৪৫ টাকা।
মমতা হলফনামায় জানিয়েছেন তাঁর নামে কোনও ব্যক্তিগত গাড়ি নেই। তিনি কোনও ঋণ নেননি। কোনও কর বকেয়া নেই তাঁর নামে।
ভবানীপুরের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩২ লাখ ১০ হাজার ৮৪০ টাকা ৫২ পয়সা। তাঁর চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে।