scorecardresearch
 
Advertisement
কলকাতা

নতুন রূপে দক্ষিণেশ্বর, লাইট অ্যান্ড সাউন্ডে মন্দিরের ইতিহাস

আলো আর ধ্বনি
  • 1/5

দক্ষিণেশ্বরের দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। আলো আর ধ্বনির খেলা মন্দির জুড়ে। সেখানকার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯ কোটি খরচ
  • 2/5

এই প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় ১৯ কোটি টাকা বছরে। প্রায় দেড় কোটি দর্শনার্থী সেখানে যান। আর কালীপুজোর সময় কয়েক লাখ মানুষের ভিড় হয় সেখানে।

মমতার উদ্বোধন
  • 3/5

মন্দির সাজিয়ে তোলার কাজ করেছে কেএমডিএ। নবান্ন থেকে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের লাইট অ্যন্ড সাউন্ডের ছবি সৌজন্য: টুইটার

Advertisement
কোভিড প্রভাব
  • 4/5

পরিকল্পনা করা হয়েছে নাটমন্দিরের উল্টোদিকে দর্শকদের বসানো হবে। কোভিডের জন্য এখন কিছু বিধিনিষেধ রয়েছে।

অমিত-দর্শন
  • 5/5

দিন কয়েক আগে সেখানে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মন্দিরে পুজো দেন।

Advertisement