ট্রাফিক আইন ভাঙলে ফোনে তার চালান পাঠানো শুরু হয়েছিল আগেই। কিন্তু জরিমানা দিতে লালবাজারে ছুটতে হতো গাড়ি ও বাইকচালকদের। তবে এবার ফোনে ট্রাফিক আইন ভাঙার নোটিসের সঙ্গে সঙ্গেই একটি লিঙ্কও পাঠানো হবে। ওই লিঙ্কের মাধ্যমেই অনলাইনেই দেওয়া যাবে জরিমানার টাকা।
কলকাতার রাস্তায় কোনও ট্রাফিক আইন ভাঙলে গাড়ি বা বাইক থামিয়ে স্পট ফাইন নেন কর্তব্যরত কলকাতা ট্রাফিক পুলিশের কর্মী বা আধিকারিকরা। এ বার করোনার সংক্রমণ থেকে বাঁচতে স্পট ফাইনের টাকাও অনলাইনেই মেটানোর কথা ভাবছে কলকাতা ট্রাফিক পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক সার্জেন্ট জানান, কোভিড সংক্রমণ এড়াতে প্রায় সব রকম জরিমানাই এখন ‘কনট্যাক্ট লেস’ বা অনলাইনে নেওয়া হচ্ছে। স্পট ফাইনের ক্ষেত্রেও তেমনটাই ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে গাড়ির নম্বরের সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বরে জরিমানার নোটিসের সঙ্গেই একটি পেমেন্ট লিঙ্ক পাঠানো হবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই অনলাইনেই স্পট ফাইনের ব্যবস্থা কার্যকর করতে কলকাতা পুলিশের সঙ্গে বিভিন্ন ব্যাঙ্ক এবং ই-ওয়ালেট সংস্থার কথাবার্তা চলছে। দুই তরফের সম্মতি মিললেই এই ব্যবস্থা কার্যকর করা যাবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে করোনায় আক্রান্ত অনেক কর্মী। এই পরিস্থিতিতে রাস্তায় গাড়ি আটকে স্পট ফাইন সংগ্রহ করতে গিয়ে প্রতিদিনই চালকদের সংস্পর্শে আসতে হয়।
এ ক্ষেত্রে পুলিশকর্মীদের কোভিডে সংক্রামিত হওয়ার আশঙ্কা থাকে। এই বিষয়টি মাথায় রেখেই স্পট ফাইনের পরিবর্তে অনলাইনে জরিমানার টাকা দেওয়ার ব্যবস্থা চালু করতে চাইছে কলকাতা পুলিশ।