scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weekly Weather Update : দুর্গাপুজোয় 'অসুর' নিম্নচাপ, কলকাতা ও জেলায় রাতভর বৃষ্টি; পূর্বাভাস

দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট
  • 1/11

দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট। হাওয়া বদলের ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। তাদের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় বৃষ্টি হবে। 

আবহাওয়ার বদলের কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ
  • 2/11

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়ার বদলের কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ। তার জেরে একাধিক জেলায় বৃষ্টি হবে। 
 

বৃষ্টি চলবে রাতভর
  • 3/11

আর সেই বৃষ্টি চলবে রাতভর। হতে পারে দিনেও। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব সবথেকে বেশি দেখা যাবে। 

Advertisement
কলকাতায় মেঘলা আকাশ থাকবে
  • 4/11

বাংলাদেশে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় মেঘলা আকাশ থাকবে। 

 বুধবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে
  • 5/11

তবে আগামীকাল বুধবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া বদল হবে সোমবার অর্থাৎ নবমীর দিন থেকে
  • 6/11

সপ্তমী ও অষ্টমীর দিন বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। তবে হাওয়া বদল হবে সোমবার অর্থাৎ নবমীর দিন থেকে। 

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল
  • 7/11

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদলের সাক্ষী থাকবে রাজ্যবাসী। 
 

Advertisement
 দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি
  • 8/11

সোমবার রাতে অর্থাৎ নবমীর রাতে এবং দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

তালিকায় রয়েছে একাধিক জেলা
  • 9/11

সেই জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে
  • 10/11

আবার উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  দার্জিলিং এবং কালিম্পং জেলায় এই বৃষ্টি হবে। 

বৃহস্পতিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া
  • 11/11

কিন্তু, বৃহস্পতিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরের জেলাগুলিতে। পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Advertisement