রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু । তার সঙ্গে অবস্থান করছে নিম্নচাপও। ফলে বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টিপাত চলছে। (সব ছবি প্রতীকী, পিটিআই)
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ এখন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এর উপর অবস্থান করছে। এর ফলে আজ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানে অতি ভারি বৃষ্টি হবে।
এছাড়া কলকাতা সহ বাকি জেলাতে ভারি বৃষ্টি হবে। ২৯ তারিখ পশ্চিম এর জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে ভারি বৃষ্টি হবে। মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বুধ ও বৃহস্পতিবার।
আগামী ২ তারিখ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি দফায় দফায় এমন বৃষ্টিপাত হবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি জেলায়
৩০ তারিখ কমলা সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়়া জেলায়।