scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Bengal : কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল, টানা বৃষ্টি- প্লাবনের আশঙ্কা

রাজ্যের আবহাওয়া নিয়ে বড় খবর
  • 1/11

রাজ্যের আবহাওয়া নিয়ে বড় খবর। পূর্বাভাস জারি করে দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে আবহাওয়া নিয়ে এই পরিবর্তনের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।  জারি হল নিম্নচাপের পূর্বাভাস। 
 

মৌসুমী অক্ষরেখা স্থান পরিবর্তন করছে
  • 2/11

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা স্থান পরিবর্তন করছে। বর্তমানে বালুরঘাটের উপর দিয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা আরও উত্তরের দিকে সরবে। 

উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে
  • 3/11

তবে বুধ ও বৃহস্পতিবার নাগাদ একটি উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। এর ফলে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

Advertisement
একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে
  • 4/11

একই পূর্বাভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও ভারী বৃষ্টি হতে পারে

শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে
  • 5/11

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেজন্য জারি করা হয়েছে সতর্কতাও। মঙ্গল, বুধ, বৃহস্পতি এই তিন দিন প্রবল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।

উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
  • 6/11

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি
  • 7/11

শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সাত জেলাতেই হবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 

Advertisement
 দক্ষিণবঙ্গে আজ ও কাল আর্দ্রতাজনিত অস্বস্তি
  • 8/11

অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ ও কাল আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড়সড় পরিবর্তন
  • 9/11

তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। শুরু হবে বৃষ্টি। বৃহস্পতি ও শুক্র ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। 

জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি
  • 10/11

একটানা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে নদীর জলস্তর বাড়বে।

নিচু এলাকা প্লাবিত হবে
  • 11/11

নিচু এলাকা প্লাবিত হবে। দার্জিলিং কালিম্পং এর মতো পার্বত্য এলাকায় ধ্বস নামতে পারে।

Advertisement