scorecardresearch
 
Advertisement
কলকাতা

ফের ভারী বৃষ্টি রাজ্যে? জানুন কী বলছে হাওয়া অফিস

নিম্নচাপের
  • 1/8

নিম্নচাপের জেরে বুধবার দিনভর বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া খানিকটা উন্নতি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (সব ছবি প্রতীকী)
 

অফিস
  • 2/8

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে রাজ্যে পশ্চিম প্রান্তে। ফলে সেখানকার জেলাগুলিতে ভারী বৃষ্টির আভাস রয়েছে।
 

পুরুলিয়া
  • 3/8

পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অতিভারী বৃষ্টির সতর্কতা নেই। 
 

Advertisement
কলকাতা
  • 4/8

কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভবনা নেই। তবে দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। 

জলমগ্ন
  • 5/8

বুধবার দিনভর বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে প্রবল বিপাকে পড়েছে সেখানকার মানুষ। 

বঙ্গোপসাগরে
  • 6/8

নতুন করে এখন বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ সৃষ্টি আর হয়নি। ফলে আপাতত কোনও দুর্যোগের সম্ভাবনা নেই।
 

পুজো
  • 7/8

আর দিন কয়েক বাদেই পুজো। ফলে সেই সময়ে বৃষ্টি হতে পারে কিনা, তা নিয়েই আশঙ্কায় ছিলেন অনেকে।

Advertisement
উত্তরবঙ্গের
  • 8/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে ৩ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। 
 

Advertisement