নিম্নচাপের জেরে বুধবার দিনভর বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া খানিকটা উন্নতি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (সব ছবি প্রতীকী)
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে রাজ্যে পশ্চিম প্রান্তে। ফলে সেখানকার জেলাগুলিতে ভারী বৃষ্টির আভাস রয়েছে।
পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অতিভারী বৃষ্টির সতর্কতা নেই।
কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভবনা নেই। তবে দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে।