scorecardresearch
 

Model Puja Sarkar Death: বাঁশদ্রোণীর বহুতলে উঠতি মডেলের দেহ উদ্ধার, দানা বাঁধছে রহস্য

ফের শহরে এক মডেলের রহস্য মৃত্যু। বাঁশদ্রোণী থানার উল্টোদিকে বহুতল থেকে উদ্ধার হল ১৯ বছরের এক তরুণীর ঝুলন্ত দেহ। মৃতার নাম পূজা সরকার। এই মৃত্যু ঘিরে ইতিমধ্যে রহস্য দানা বাঁধতে শুরু করেছে।

Advertisement
বাঁশদ্রোণী থানার উল্টোদিকে বহুতল থেকে উদ্ধার হল ১৯ বছরের এক তরুণীর ঝুলন্ত দেহ। বাঁশদ্রোণী থানার উল্টোদিকে বহুতল থেকে উদ্ধার হল ১৯ বছরের এক তরুণীর ঝুলন্ত দেহ।
হাইলাইটস
  • ফের শহরে এক মডেলের রহস্য মৃত্যু
  • বাঁশদ্রোণী থানার উল্টোদিকে বহুতল থেকে উদ্ধার দেহ
  • ১৯ বছরের এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার

ফের শহরে এক মডেলের রহস্য মৃত্যু।  বাঁশদ্রোণী থানার উল্টোদিকে বহুতল থেকে উদ্ধার হল ১৯ বছরের এক তরুণীর ঝুলন্ত দেহ। মৃতার নাম পূজা সরকার। এই মৃত্যু ঘিরে ইতিমধ্যে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। 

শনিবার মধ্যরাতে বাঁশদ্রোণী থানার উল্টো দিকের একটি বহুতল থেকে ওই উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পূজা সরকার নাম ওই তরুণীর আসল বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। গোবরডাঙা হিন্দু কলেজের ছাত্রী তিনি। কয়েক মাস আগে  বাঁশদ্রোণীর ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন পূজা। তাঁর সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুও সেই ফ্ল্যাটে থাকতেন বলে খবর। বিল্ডিং-এর অন্যান্য বাসিন্দাদের কথায়, প্রায়শই পূজা এবং তাঁর বন্ধুর মধ্যে বাকবিতণ্ডা হত। কথা কাটাকাটি থেকে ঝগড়ার আওয়াজ প্রায়ই অনেকেই শুনতে পেতেন। তবে শনিবার তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল কি না, তা জানা যায়নি। । স্থানীয়দের দাবি, ওই ফ্ল্যাটে একসময় দুই তরুণ ও দুই তরুণী থাকতেন। গভীর রাতে বাড়ি ফেরা থেকে শুরু করে ফ্ল্যাটে প্রায়ই বচসা হত। 

পূজা আত্মহত্যা করেছেন না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।  তরুণীর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করছে বাঁশদ্রোণী থানার পুলিশ। পূজার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাতে ওই ফ্ল্যাটেই ছিলেন তাঁর সঙ্গী। অথচ এই ঘটনার আঁচ তিনি পাননি। তা ঘিরে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা।

Advertisement