লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন ডিসেম্বর মাস থেকেই আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের টাকা পাবেন। একইসঙ্গে ওই মাস থেকেই আরও বেশি সংখ্যক মানুষ বাধর্ক্য ভাতার টাকাও পাবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সরকারি পোর্টালে ও দুয়ারে সরকারে অনেক আবেদন জমা পড়েছে। সেই আবেদন দেখেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার ও বাধর্ক্য ভাতার সুবিধা আরও বেশি সংখ্যক মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মুখ্যমন্ত্রীর কথায়, 'লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ২৪ হাজারের মতো অনুরোধ সরকারি পোর্টালে এসেছে। দুয়ারে সরকারের সময়ও একই অনুরোধ করেছে বহু মানুষ। আগামী ডিসেম্বরে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মহিলারা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই টাকা পাবেন। সেজন্য প্রতি বছর ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা অতিরিক্ত খরচ হবে।'
নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, অন্য রাজ্যও এখন লক্ষ্মী ভাণ্ডারের আদলে প্রকল্প চালুর চেষ্টা করছে। তবে সেই সব রাজ্যে অনেক শর্ত রয়েছে। তবেই টাকা মেলে। তবে পশ্চিমবঙ্গে একটা পরিবারে ৪ জন মহিলা থাকলেও টাকা পান। মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের রাজ্যে মোট ২ কোটি ২১ লাখ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। দেশের কোনও রাজ্যে এত মহিলা একসঙ্গে এত সুবিধা পান না।'
বিধবা ভাতার প্রাপক সংখ্যা বাড়ানো হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। জানান, ৪৩ হাজার ৯০০ জনকে বিধবা ভাতা দেওয়া হবে। এখন রাজ্যজুড়ে ২০ লাখ ৩২ হাজারেরও বেশি স্বামীহারা মহিলা বিধবা ভাতা পান। আরও ৪৩ হাজার ৯০০ জন পাবেন। প্রায় ৩ হাজার কোটি টাকা রাজ্য সরকার খরচ করে এর জন্য। চলতি ডিসেম্বর মাস থেকে ১৯ হাজারের বেশি মানুষকে দেওয়া হবে মানবিক ভাতা। প্রতিবন্ধীদের এই ভাতা দেওয়া হয়ে থাকে।