scorecardresearch
 

Independence Day 2021 : রেডরোডে পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর, ট্যাবলোয় 'খেলা হবে'

রেডরোডে (Red Road) পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে কোভিড (Covid 19) পরিস্থিতির কারণে অনুষ্ঠানে কিছুটা কাটছাঁট করা হতে পারে। সূত্রের খবর, এদিন মাত্র ৩০ মিনিটের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শকশূন্য রেডরোডেই হবে সমস্ত অনুষ্ঠান ও কুচকাওয়াজ। অনুষ্ঠানে মোট ৯টি ট্যাবলো অংশ নেবে বলে জানা যাচ্ছে। 

Advertisement
রেডরোডে মুখ্যমন্ত্রীর পতাকা উত্তোলন রেডরোডে মুখ্যমন্ত্রীর পতাকা উত্তোলন
হাইলাইটস
  • রেডরোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান
  • কোভিড পরিস্থিতিতে নেই দর্শক
  • অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা
  • রেডরোডের অনুষ্ঠানের পর পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • রেডরোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। চলছে একের পর এক ট্যাবলোর প্রদর্শন। 
  • জাতীয় পতাকা উত্তোলন করলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেজে উঠল জাতীয় সঙ্গীত।
  • রেডরোডে মুখ্যমন্ত্রী
    রেডরোডে মুখ্যমন্ত্রী
  • মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হল গার্ড অফ অনার।
  • রেডরোডে ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
  • স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর ট্যুইট

 

১৫ অগাস্টে রেডরোডে (Red Road) পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে কোভিড (Covid 19) পরিস্থিতির কারণে অনুষ্ঠানে কিছুটা কাটছাঁট করা হতে পারে। সূত্রের খবর, এদিন মাত্র ৩০ মিনিটের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শকশূন্য রেডরোডেই হবে সমস্ত অনুষ্ঠান ও কুচকাওয়াজ। অনুষ্ঠানে মোট ৯টি ট্যাবলো অংশ নেবে বলে জানা যাচ্ছে। অনুষ্ঠান ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। 

Advertisement