আগামী ৫ অগাস্ট রাজ্যের সব জায়গাতে বিজেপির সব নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। দলীয় নেতাদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১-এর মঞ্চ থেকে অভিষেক জানান, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। তার প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরা করা হবে। টানা আট ঘণ্টা বাড়ি ঘেরাও চলবে। যদিও পরে মুখ্যমন্ত্রী বক্তব্য দিতে উঠে অভিষেকের বক্তব্য সামান্য শুধরে দেন। বলেন, 'অভিষেক যে ঘোষণা করেছে, তাতে আমি বলব, জেলায় জেলায় না করে ব্লক লেভেলে করুন। আর বাড়ির ১০০ মিটার দূরে। এই ঘেরাও ব্লক হিসাবে করতে। বুথ হিসাবে নয়। যাতে বাড়ির লোকের বের হতে অসুবিধা না হয়। যাতে কেউ বলতে না পারে তাঁদের অবরুদ্ধ করা হয়েছে।'
অভিষেকের কথায়, 'আগামী দিনে দিল্লী যাব ১০০ দিনের টাকা আনতে। সেজন্য গান্ধী জয়ন্তীতে দিল্লি চলো হবে। তবে তার আগে ট্রায়াল হবে। আমরা দিল্লিকে বারবার বুঝিয়েছি, টাকা আটকে রাখবেন না। তবে তারা শোনেনি। আমরা কেন্দ্রের পা ধরতে চাই না। আমরা দাবি আদায় করতে জানি।'
তারপরই অভিষেক বলেন, 'আগামী ৫ অগাস্ট শনিবার। রাজ্যের ব্লক, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা যেখানে যে বিজেপি নেতা আছে তাদের বাড়ি ঘেরাও করা হবে। শান্তিপূর্ণভাবে ঘেরাও করবেন। সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা, ঘেরাও করে রাখুন। বিজেপি নেতাদের আটকে রাখুন। সেই বিজেপি নেতা যেন বাড়ি থেকে বেরোতে বা ঢুকতেও না পারে। কোচবিহার থেকে কাকদ্বীপের প্রতি ব্লক, বুথে গণঘেরাও হবে। ৫ অগাস্টে এদের বাড়ি ঘেরাও হবে। তারপর দিল্লির দফতরও ঘেরাও হবে।' যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ঘোষণা সামান্। শুধরে দেন।'
অভিষেক আরও বলেন, 'আমরা ২ মাস ধরে রাস্তা ছিলাম। আমরা মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। মানুষ যাকে মান্যতা দিয়েছে, তৃণমূল তাঁকে দাঁড় করিয়েছে। আমি নবজোয়ার কর্মসূচির সময়ে বলেছিলাম, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৮ শতাংশ পেয়েছিল, তৃণমূল ছিল ৪৮ শতাংশ। ব্যবধান ছিল ১০ শতাংশ। আমি বলেছিলাম, পঞ্চায়েতে এই ব্যবধান ১৫ শতাংশের বেশি হবে। আমি ভুল ছিলাম। কারণ ব্যবধান ৩০ শতাংশের বেশি হয়েছে। তৃণমূল একক ভাবে লড়াই করে ৫২ শতাংশ ভোট পেয়েছে।'
অভিষেক আরও বলেন, 'বাংলার বকেয়া পাওয়া আজকের দিনে দাঁড়িয়ে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। আজকের একুশের জুলাইয়ের সমাবেশ দেখে ২০১০ সালের একুশে জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। সারা বাংলা একটা আওয়াজেই মুখরিত হয়েছিল, যে আগামী ২০১১ সালে বামফ্রন্টের বিদায় ছিল শুধু সময়ের অপেক্ষা। ইন্ডিয়া জিতেগা।'