নিউ টাউনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ পৌঁছে দিল বিজেপির মহিলা মোর্চা। মঙ্গলবার সংগঠনের রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল সেখানে যান। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেন।
এদিন মহিলা মোর্চার প্রতিনিধি দল সেখানে যান। মানুষদের সঙ্গে কথা বলেন। তাঁদের কী কী দরকার, সে ব্যাপারে জানতে চান। অগ্নিমিত্রা পাল ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেন। তিনি বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন। তাঁদের কোথায় অসুবিধা হচ্ছে, সে ব্যাপারে জানতে চাওয়া হয়। নিজেদের সমস্য়ার কথা জানান তাঁরা। আশ্বাস দেওয়া হয়, তাঁদের সব রকম ভাবে সাহায্য করা হবে। যা দরকার লাগবে, তা পৌঁছে দেওয়া হবে। তাঁর আসার খবর পেয়ে ভিড় জমে যায়।
শনিবার আগুন লেগে নিউ টাউনের গৌরাঙ্গনগর এলাকার একটি বস্তি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হন অনেক মানুষ। তাঁদের গৌরাঙ্গনগর প্রাইমারি স্কুল রাখার ব্যবস্থা করেছে প্রশাসন। তারা খাওয়াদাওয়ার ব্যবস্থাও করেছে। সোমবার তাদের রাজ্যের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য এবং সরবরাহমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক। সেখানে নতুন করে থাকার জায়গা না-তৈরি হওয়া পর্যন্ত ওই স্কুলেই তাঁদের রাখা হবে বলে জানানো হয়েছে। তবে কবে তাঁরা নিজেদের ভিটেতে ফিরবেন, সে কথা জানেন না ক্ষতিগ্রস্তরা।
তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিল নিউ টাউন রেসিডেন্টস ওয়েলফেয়ার ফোরাম। তারা চিকিৎসা শিবিরের আয়োজন করেছিল। ১০০ জন মানুষের চিকিৎসা করা হয়। ফের শিবিরের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার কালীপুজোর দিন আগুন লাগে গৌরাঙ্গনগর নিবেদিতা পল্লিতে। সেটি বিধাননগর কমিশনারেটের ইকো পার্ক থানা এলাকার মধ্যে পড়ছে। সন্ধে ৬টা ৪৫ নাগাদ আগুন লেগেছিল। ঘিঞ্জি এলাকা বলে আগুনের উৎসস্থলে পৌঁছতে সমস্যা দেখা দেয় দমকলের। দূর থেকে পাইপের মাধ্যমে জল আনার ব্যবস্থা করা হয়। এ কাজে স্থানীয়দের সাহায্য নেওয়া হয়। সে সময় বিকট শব্দ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, পর পর কিছু ফাটার শব্দ শুনতে পান তাঁরা। যেগুলি পুড়েছে সেগুলি সব ক'টাই বেড়ার বাড়ি।