scorecardresearch
 

Amit Shah Kolkata: কলকাতায় অমিত শাহ, সরকারি অনুষ্ঠান সেরেই বৈঠকে বসবেন বঙ্গ BJP-র নেতাদের সঙ্গে

Amit Shah Kolkata: শনিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি দু'টি গুরুত্বপূর্ণ সরকারি এবং একটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করার পর রবিবার তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন এবং বিকেলে সল্টলেকে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন।

Advertisement
২৬-এর কী গেমপ্ল্যান BJP-র? ২৬-এর কী গেমপ্ল্যান BJP-র?

Amit Shah Kolkata: শনিবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি গুরুত্বপূর্ণ সরকারি এবং  দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করার পর রবিবার তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন এবং বিকেলে সল্টলেকে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন।

বঙ্গ সফরে সাংগঠনিক বৈঠক

প্রথমে যাবেন পেট্রাপোলে। সেখানে যোগ দেবেন বিএসএফের একটি অনুষ্ঠানে। তারপরে কলকাতায় ফিরে ইজেডসিসিতে করবেন সাংগঠনিক বৈঠক। আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচন ৬ বিধানসভা কেন্দ্রে। তার আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। 

আজ বিকেলেই দিল্লি ফিরে যাবেন। এরই মধ্যে একাধিক মহলে জল্পনা, আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা নিয়ে। যদিও এই নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেয়নি অমিত শাহের দফতর।

সম্প্রতি শাহের সঙ্গে সাক্ষাৎ করতে ইমেল পাঠিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা অমিত শাহের সঙ্গে তাঁদের সাক্ষাৎ করানোর আশ্বাসও দেন। তবে এদিনের বঙ্গ সফরে অমিত শাহের 'শিডিউল' বেশ টানটান। ফলে এর মধ্যে সময় বের করে সাক্ষাৎ করতে পারবেন কিনা, সেটাই দেখার।

ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের লাগাতার অনশন আন্দোলন চলাকালীন, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অমিত শাহকে চিঠি পাঠানো হয়। তাঁর দফতর থেকে এখনও সাক্ষাতের বিষয়ে কিছু প্রকাশ করা হয়নি। 

আরও পড়ুন

ঘূর্ণিঝড় দানার কারণে সময়সূচি বদল

প্রসঙ্গত, গত বুধবারই অমিত শাহের কলকাতায় আসার কথা ছিল। দানা সাইক্লোনের কারণে সব কর্মসূচি বাতিল হয়। ঝড়ের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ছিল।

সব মিলিয়ে আজ দিনভর অমিত শাহের বঙ্গ সফরের দিকেই নজর থাকবে সকলের।

Advertisement