scorecardresearch
 

দক্ষিণেশ্বরে এসে নতুন চেতনা হয়, পুজো দিয়ে বললেন অমিত শাহ

বাংলা সফরের দ্বিতীয় দিনে দক্ষিণেশ্বর মন্দিরে মাকে পুজো দিয়ে দিনের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মা ভবতারিণীর মন্দিরে পুজো দেন তিনি। অমিত শাহ বলেন, "দক্ষিণেশ্বরে মন্দিরে এসে আমার প্রত্যেকবার নতুন চেতনা হয়। এই মাটির থেকে স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ সহ বহু মানুষ এসেছেন। এখান থেকে বহু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছেন। বাংলার মানুষের কাছে আহ্বান এই পবিত্র মাটিতে সকলে নিজের নিজের দায়িত্ব পালন করুন। মায়ের কাছে বাংলার ও দেশের মানুষের জন্য প্রার্থনা করেছি, সকলে যাতে ভাল থাকেন।"মোদীর নেতৃত্বে দেশ আবারও পৃথিবীর বুকে এক নম্বর হবে বলেও আশাপ্রকাশ করেন অমিত শাহ। 

Advertisement
অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
হাইলাইটস
  • দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ
  • "বাংলা ও দেশের জন্য প্রার্থনা"
  • "মোদীর নেতৃত্বে দেশ ১ নম্বর হবে"

বাংলা সফরের দ্বিতীয় দিনে দক্ষিণেশ্বর মন্দিরে মাকে পুজো দিয়ে দিনের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মা ভবতারিণীর মন্দিরে পুজো দেন তিনি। অমিত শাহ বলেন, "দক্ষিণেশ্বরে মন্দিরে এসে আমার প্রত্যেকবার নতুন চেতনা হয়। এই মাটির থেকে স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ সহ বহু মানুষ এসেছেন। এখান থেকে বহু মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছেন। বাংলার মানুষের কাছে আহ্বান এই পবিত্র মাটিতে সকলে নিজের নিজের দায়িত্ব পালন করুন। মায়ের কাছে বাংলার ও দেশের মানুষের জন্য প্রার্থনা করেছি, সকলে যাতে ভাল থাকেন।"মোদীর নেতৃত্বে দেশ আবারও পৃথিবীর বুকে এক নম্বর হবে বলেও আশাপ্রকাশ করেন অমিত শাহ। পুজো দেওয়ার পর সঙ্গীত শীল্পি অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এপ্রসঙ্গে শিল্পী নিজে অবশ্য জানান অমিত শাহই প্রথম নন, এর আগে এপিজে আবদুল কালাম এবং মোহন ভাগবতও এসেছেন।

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ
দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ

এদিন এক মতুয়া পরিবারে দুপুরে আহার গ্রহণ করবেন অমিত শাহ। জানা গেছে একেবারে বাঙালি খাবারের আয়োজন করা হচ্ছে তাঁর জন্য। সূত্রের খবর মেনুতে থাকছে, ভাত. রুটি, ছোলার ডাল, মুগের ডাল, পনির, বেগুন ভাজা, শুক্তো, চাটনি ও নলেন গুড়ের পায়েস। এছাড়া এদিন কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। আলোচনা হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে।

এর আগে বৃহস্পতিবার দিনভর বাঁকুড়া জেলায় বিভিন্ন কর্মসূচি সারেন তিনি। বৈঠক করেন বাঁকুড়া রবীন্দ্র ভবনে। তারপর বাঁকুড়ার চতুরডিহি গ্রামে এক আদিবাসী পরিবারে দুপুরের খাবার খান অমিত শাহ। এদিন গ্রামের বাসিন্দা বিভীষণ হাঁসদার বাড়িতে পাত পেড়ে ভাত, ডাল, আলু পোস্ত, করলা ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ডিংলার (কুমড়ো) ঝাল এবং চাটনি দিয়ে দুপুরের ভোজন সারেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, দেবশ্রী চৌধুরী সহ দলীয় নেতৃত্ব। রাতেই কলকাতা ফিরে আসেন শাহ। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি নেত তথা শোন চট্টোপাধ্যায়। সঙ্গেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যয়ও। প্রায় আধ ঘণ্ট কথা হয় তাঁদের মধ্য়ে। 

Advertisement

 

Advertisement