অর্পিতা মুখোপাধ্যায়কে সিজিও নিয়ে যাওয়ার সময় হঠাৎই বিপত্তি। ইডির কনভয়ে আচমকা ঢুকে পড়ল অন্য গাড়ি। ইডির গাড়িতে ধাক্কা অন্য একটি গাড়ির। ব্যাঙ্কশাল কোর্ট থেকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার পথে ঘটে যায় এই দুর্ঘটনা। যদিও অর্পিতা মুখোপাধ্যায় সুরক্ষিত রয়েছেন বলেই জানা যাচ্ছে। পাশাপাশি সুরক্ষিত রয়েছেন ইডির আধিকারিকরাও (Arpita Mukherjee)। রবিবারই অর্পিতা মুখোপাধ্যায়কে একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। সোমবার ফের তাঁকে আদালতে পেশ করবে ইডি।
জানা গিয়েছে আদালতের নির্দেশের পর রবিরার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন ইডি-র (Enforcement Directorate) আধিকারিকরা। ইডি সূত্রে খবর, তিনটি গাড়ির কনভয়ের একটিতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছিলেন অর্পিতা। ছিলেন মহিলা নিরাপত্তারক্ষীরাও। অন্য গাড়িগুলিতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মা উড়ালপুল হয়ে বেলেঘাটা বাইপাস ধরে সল্টলেকে ঢোকার পর আমরি হাসপাতালের কাছাকাছি পৌঁছতেই আচমকা একটি গাড়ি কনভয়ের সামনে চলে আসে। কনভয়ের প্রথম গাড়িতেই ছিলেন অর্পিতা। সেই গাড়িতেই ধাক্কা মারে ওই গাড়ি।
সেখানেই শেষ নয়, নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের অন্য গাড়িগুলির সঙ্গেও সংঘর্ষ হয় ওই গাড়িটির। যদি সংঘর্ষে অর্পিতা বা ইডি (ED) কর্তারা কেউই সেভাবে আহত হননি বলে খবর। এরপর অর্পিতাকে নিয়ে সিজিওতে পৌঁছান ইডি কর্তারা। তবে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্নমহলে।
আরও পড়ুন - SSKM-এ নয়, পার্থর চিকিৎসা হবে ভূবনেশ্বর AIIMS-এ, নির্দেশ হাইকোর্টের