অবশেষে কি ত্রিপুরায় বিজেপির ঘরে ধরতে চলেছে ভাঙন? সূত্র মারফৎ অন্তত তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, আগামিকাল মহালয়ার দিনই তৃণমূলের যোগ দিতে চলেছেন ত্রিপুরার (Tripura) বিজেপি বিধায়ক আশিস দাস। আর যদি বাস্তবেই তেমনটা হয়, তাহলে তিনিই হতে চলেছেন ত্রিপুরার প্রথম বিধায়ক, যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন। বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন বলে জানা যাচ্ছে। এমনকী তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথাও হয়েছে তাঁর। যদিও আশিস দাস (Ashish Das) জানিয়েছেন, তিনি আজ কালীঘাট মন্দিরে পুজো দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনেকেই দাবি করেছেন, ত্রিপুরায় বিজেপির এমন বহু বিধায়ক রয়েছেন যাঁরা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কট্টর বিরোধী। তাঁদের মধ্যে অনেকেই যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। আবার অনেক বিধায়ক এমনও আছেন, যাঁরা বিপ্লব দেবের সঙ্গে থাকলেও বুঝতে পারছেন যে মানুষ আর ত্রিপুরার বিজেপি সরকারকে বিশ্বাস করছেন না। তাই তাঁরাও নাকি দূত পাঠিয়ে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন। আর এইসবের মাঝেই উঠে আসছে আশিস দাসের তৃণমূলে যোগদানের সম্ভাবনার খবর।
প্রসঙ্গত বাংলায় তৃতীয়বার বিপুলভাবে ক্ষমতায় আসার পর থেকেই ভিনরাজ্যে জমি শক্ত করার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে প্রথমেই পাখির চোখ করা হয়েছে ত্রিপুরাকে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বাংলার প্রতিবেশী এই রাজ্যে যাতায়াত বেড়েছে তৃণমূল নেতানেত্রীদের। সংগঠনের কাজ চালাতে গিয়ে সেখানে আক্রান্তও হতে হয়েছে তাঁদের। যদিও তাতে অবশ্য থেমে যায়নি তৃণমূল। এক্ষেত্রে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাফ জানিয়েছেন, 'দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে তৃণমূল।'
নজরে অসম-মেঘালয়-গোয়া
আর শুধু ত্রিপুরাই (Tripura), অসম (Assam), মেঘালয় (Meghalaya) ও গোয়াতেও সংগঠনকে মজবুত করার কাজে নেমে পড়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অসমের সুস্মিতা দেব, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেরিও। এখন দেখার দেবীপক্ষের সূচনায় ত্রিপুরায় নিজেদের পায়ের তলার মাটি আরও কিছুটা শক্ত করতে পারে কি না তৃণমূল।