scorecardresearch
 

'চাকরি আপনি দেননি,' রাজ্যপালের সঙ্গে দেখা করে ফিরহাদকে তোপ বৈশাখীর

রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)-এর বিরুদ্ধে তোপ দাগলেন মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় (Baisakhi Banerjee)। শুক্রবার ওই কলেজের জটিলতা কাটানোর আর্জি জানাতে তিনি রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)-এর সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা শোভন চট্টোপাধ্য়ায় (Shovan Chatterjee)।

Advertisement
বৈশাখী বন্দোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্য়ায়। শুক্রবার রাজভবনের বাইরে। বৈশাখী বন্দোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্য়ায়। শুক্রবার রাজভবনের বাইরে।
হাইলাইটস
  • ফিরহাদ হাকিমকে তোপ বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের
  • রাজ্যপালের সঙ্গে দেখা
  • ছিলেন শোভন চট্টোপাধ্যায়

রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)-এর বিরুদ্ধে তোপ দাগলেন মিল্লি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় (Baisakhi Banerjee)। শুক্রবার ওই কলেজের জটিলতা কাটানোর আর্জি জানাতে তিনি রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)-এর সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা শোভন চট্টোপাধ্য়ায় (Shovan Chatterjee)।

ফিরহাদ হাকিম ওই কলেজে গিয়ে কিছু মন্তব্য করেছিলেন। বৈশাখী ফিরহাদ হাকিমের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন। এদিন তিনি বলেন, "বাঘ বাঘই থাকে। আহত অবস্থায়ও সে বাঘ, সেটা মনে রাখতে হবে। অহেতুক ঘুম ভাঙানোর কোনও প্রয়োজন ছিল না। কিন্তু জেগে গিয়েছি, যখন বাংলার মানুষ এর উত্তর নিয়ে ছাড়বে। মাননীয় ফিরহাদ সাহেবের কী অধিকার রয়েছে, আমাকে আমার কলেজ থেকে উৎখাত করার? এই চাকরি আমাকে উনি দেননি। ওঁর সরকার দেননি।"

তিনি বলেন, "উনি প্রেসিডেন্সিতে (বিশ্ববিদ্যালয়) ঢুকতে পারবেন না। আমি আমার যোগ্যতা ঢুকেছি। উনি কী হিসেবে বলছেন আজ এই কথা? কেন এই ধরনের কথা বার বার বলে মানুষকে উত্তেজিত করছেন? উনি কি আমাকে গ্যারান্টি দিতে পারেন, উনি যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন, তারপর আমি ওই এলাকায় গেলে আক্রান্ত হব না? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও একই সঙ্গে আপিল করছি, তাঁর ক্যাবিনেটের একজন দায়িত্ববান সদস্য হিসেবে যে হীন মন্তব্য উনি করেছেন, ফিরহাদ সাহেবের উচিত মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমার কাছে আমার কাছে ক্ষমা চাও বড় কথা না। উনি আমার কাছে ক্ষমা চেয়ে ছোট হবেন না। মানুষ হিসেবে বড় হবেন। ওঁর তিনটি কন্যা সন্তান রয়েছেন। তাঁদেরকে যদি আগামী দিনে কেউ উৎখাত করার কথা ভাবে, তাহলে কিন্তু বাংলার মানুষের কাছ থেকে এই জবাবটা পেতে হবে এটুকুই আমার বলার ছিল।"

Advertisement

শোভন চট্টোপাধ্যায় বলেন,  "টিচার ইনচার্জ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তুলে ফেলে দাও- এই শব্দ কলকাতা পুরসভার ঐতিহ্য, সরকারের মন্ত্রী, রাজনৈতিক ভাবে কাজ করার ঐতিহ্য, রাজনৈতিক কর্মীর পরিপন্থী। এই ঘটনা নিন্দাযোগ্য। দীর্ঘদিন রাজনীতি করার অভিজ্ঞতা রয়েছে। এই ঘটনা আমাকে যন্ত্রণা দিচ্ছে। সমাজে প্রতিষ্ঠিত শিক্ষিত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে এমন কথা বলা হয়েছে। কোনও সমস্যা থাকতে পারে। সেই সমাধান খোঁজে যেতে পারে। আলোচনা করা যেতে পারে। 

শোভনের দাবি, আমি বলেছিলাম, মিল্লি আল আমিন কলেজ ঠিক মতো চালানো হোক। ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করেছিলাম।

Advertisement