বুধবারই দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন কৃষক নেতা রাকেশ টাকায়েত। কৃষক নেতাকে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আর এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বাংলার কৃষকদের দেওয়া কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িয়ে দেওয়া হল ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতার অনুদান।
ভোটের আগে কৃষকদের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফিরে সেই দেওয়া কথা এবার বাস্তবায়িত করার পথে হাঁটলেন মমতা। এক একরের বেশি জমির মালিকরা এতদিন কৃষকবন্ধু প্রকল্প ৫ হাজার টাকা পেতেন। এবার থেকে সেই ভাতা দ্বিগুণ করা হল। অর্থাৎ বাংলার কৃষকরা আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে ১০ হাজার টাকা পাবেন। ১ একরের কম জমি যেসব কৃষকদের রয়েছে তারা এবার থেকে ৪ হাজার টাকা পাবেন। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে।
কৃষকদের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প চালু করেছে। এটি সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত বলেই দাবি। তৃণমূল সরকারের এই ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সঙ্গে কেন্দ্রের মোদী ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের বরাবর তুলনা টানা হয়ে থাকে। বাংলার নির্বাচনী আবহে তা আরও বেড়েছিল। এদিকে দেশে কৃষক আন্দোলনের মাঝেই নয়া মাস্টারস্ট্রোক দিয়েছে কেন্দ্রও। একাধিক খরিফ ফসলে ৫০ শতাংশ থেকে ৬২ শতাংশ ন্যূনতম সহায়ক মূ্ল্য বা এমএসপি বৃদ্ধি করেছে মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।