scorecardresearch
 

৯ রাজ্যের বিমানযাত্রীদের করতে হবে RTPCR টেস্ট! নির্দেশিকা রাজ্যের

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভিনরাজ্যের বিমানযাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।  দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও ছত্তীসগড়  থেকে রাজ্যে আসা বিমানযাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে RTPCR টেস্ট। এদিন বিজ্ঞপ্তি জারি করে এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Advertisement
কলকাতা বিমানবন্দর। ফাইল ছবি-পিটিআই কলকাতা বিমানবন্দর। ফাইল ছবি-পিটিআই
হাইলাইটস
  • ৯ রাজ্যের বিমানযাত্রীদের করতে হবে RTPCR টেস্ট
  • নির্দেশিকা রাজ্যের
  • করোনা পরিস্থিতি ঘিরে উদ্বেগ

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভিনরাজ্যের বিমানযাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।  দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট ও ছত্তীসগড়  থেকে রাজ্যে আসা বিমানযাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে RTPCR টেস্ট। এদিন বিজ্ঞপ্তি জারি করে এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ২৬ তারিখ থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। এর আগে ৪ রাজ্যের জন্য এই নিয়ম চালু ছিল। মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক এবং তেলেঙ্গানার জন্য চালু ছিল এই নয়া নিয়ম। এবার তালিকায় জুড়ল আরও নয়া কিছু রাজ্যের নাম। 

বাংলায় বাড়ছে আক্রান্তর সংখ্যা

অন্যদিকে রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ১২,৮৭৬। এখন পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৭,১৩,৭৮০। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ১০, ৮২৫। রাজ্যে নির্বাচনী মুহূর্তে করোনা পরিস্থিতি ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্যে সমস্তা রাজনৈতিক দলের মিছিল ও পদযাত্রা নিষিদ্ধ করেছে। সভা ৫০০ জনের বেশি করার অনুমতি দেয়নি। কিন্তু তার পরেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে। যা ঘিরে ক্রমশ বাড়ছে চিন্তার মেঘ। 

আরও পড়ুন, CORONA: বাংলায় দৈনিক সংক্রমণ ১৩ হাজার ছুঁইছুঁই, শোচনীয় হাল কলকাতা ও উত্তর ২৪ পরগনার

করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ার পাশাপাশি সামনে এসেছে দেশের অক্সিজেন ঘাটতি। বিভিন্ন রাজ্যই অভিযোগ করছে অক্সিজেন ঘাটতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন এই কথা বলেছেন। যদিও তিনি জানান, শিল্পখাতে ব্যবহার করা অক্সিজেন আপাতত স্বাস্থ্যখাতে ব্যবহার করা হচ্ছে। এছাড়া বাইরে থেকে অক্সিজেন নিয়ে আসার বিষয়ে কথাবার্তা চলছে। অন্যদিকে, ভ্যাকসিন ঘাটতিও সামনে এসেছে।

পরিস্থিতি ঘিরে উদ্বেগ

Advertisement

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। প্রথমে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। তারপরেই মার্চ মাস থেকে দেশের বিভিন্ন রাজ্যে সেই প্রভাব পড়ে। সেই তালিকায় রয়েছে বাংলাও। একসময়ে ২০০ তে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে যাওয়া পশ্চিমবঙ্গে এখন একদিনে আক্রান্ত ১৩ হাজারের কাছাকাছি। অন্যদিকে দেশে আক্রান্ত ৩ লাখের উপরে। 

Advertisement