'আল্লাহর রহমতে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ হব'। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে। ফিরহাদ হাকিমকে নিশানা করেছে বিজেপি ও সন্ন্যাসীরা। এহেন পরিস্থিতিতে সংবাদমাধ্যমের সামনে ফিরহাদ জানালেন, তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। দেশপ্রেমিক।
শুক্রবার সংখ্যালঘু পড়ুয়াদের একটি অনুষ্ঠানে নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন,'আমরা এমন একটা ধর্মের লোক, যাঁরা বাংলায় ৩৩ শতাংশ, আর ভারতে ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়। আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আল্লাহর রহমত থাকলে একদিন আমরা সংখ্যাগরিষ্ঠের চেয়েও বেশি সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠব। আল্লার মেহেরবানিতে নিজেদের শক্তিতে সেটা হাসিল করব।'
এই বিতর্কিত মন্তব্য নিয়েই রবিবার ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন,'আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। আমি দেশপ্রেমিক ও মনেপ্রাণে ভারতীয়। কেউ আমার ধর্মনিরপেক্ষতা ও দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না।'
তবে এখন ফিরহাদ হাকিম যাই বলুন না কেন, তাঁর বক্তব্যকে হাতিয়ার করে এখনও আক্রমণ শানাচ্ছেন সন্ন্যাসী ও বিরোধীরা। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের অভিযোগ, মুসলমানদের শিক্ষা এবং অর্থনৈতিক উন্নতির উপর জোর দেওয়ার পরিবর্তে রাজ্যের মন্ত্রী তাঁদের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন। তাঁর কথায়, এতে 'রাজ্যে অনুপ্রবেশ বাড়তে পারে। অনুপ্রবেশকারীরা এতে উৎসাহ পাবে।'
শিলিগুড়িক এক অনুষ্ঠান থেকে কার্তিক মহারাজ বলেন, 'উনি যদি শুধু মুসলমানদের শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের কথা বলতেন তাহলে কিছু মনে করতাম না। কিন তিনি আমাদের জনসংখ্যার সঙ্গে মুসলমানদের সংখ্যার তুলনা করলেন? উনি কি পশ্চিমবঙ্গকে আর একটি বাংলাদেশে পরিণত করতে চান?'