স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়া যদি অবৈধ হয় তাহলে নিয়োগ প্রত্রিয়া বাতিল হবে। এসএসসি মামলার শুনানি চলাকালীন পর্যবেক্ষণে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এসএসসির বিপরীত পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়া অবৈধ। কারা যোগ্য আর কারা অযোগ্য প্রার্থী তা কমিশন জানাতে পারছে না। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা উচিত।
বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বললেন, 'নিয়োগ প্রক্রিয়া অবৈধ হলে সম্পূর্ণ নিয়োগই বাতিল হয়ে যাবে।' প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দেয়, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে প্যানেল বাতিল করতেই হবে। গোটা বিষয়টি বিবেচনা করতে হবে। তার আগে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। শর্তহীনভাবে স্থগিতাদেশও দেওয়া সম্ভব নয়।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, ১৯ হাজার নিয়োগ বৈধ। সেই তালিকাও আছে তাদের কাছে। পাশাপাশি অবৈধ ভাবে ৮ হাজার ৩২৪ জনকে নিয়োগ করা হয়েছে বলেও জানায় সর্বোচ্চ আদালত। যদিও এর আগে এর আগে কলকাতা হাইকোর্টে একাধিকবার হলফনামা জমা দিয়ে SSC জানায়, ৫ হাজার ২৫০ জনকে অযোগ্য বলে জানায় SSC।
বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, যদি যোগ্য ও অযোগ্য, তাদের নাম হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিতে পারে তাহলে তাদের কোনও প্রশ্ন নেই।
প্রসঙ্গত, এদিনের শুনানিতে এসএসসি ১৯ হাজার নিয়োগ বৈধ বলে জানায় এসএসসি। SSC-র উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলে, RTI-এর উত্তর দেওয়ার সময় আপনারা বলছিলেন, আপনাদের নিজেদের ডেটা থেকেই তথ্য নিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে আপনাদের কাছে কোনও ডেটাই নেই। প্রধান বিচারপতি এরপর আরও বলেন, ডেটার উপর আপনাদের নিয়ন্ত্রণ থাকার কথা। যদি ডেটা না-ই থাকে, তাহলে এই সমস্ত নিয়োগ বাতিল হওয়া উচিত। এর উত্তরে SSC জানায়, '১৯ হাজার নিয়োগ বৈধ।' এই প্রথম আদালতে দাঁড়িয়ে SSC নির্দিষ্ট করে জানাল কত জনের নিয়োগ বৈধ। এর আগে প্রতিবার সওয়াল-জবাবে এসএসসি জানিয়েছে কত জনের নিয়োগ অবৈধ।