scorecardresearch
 

'বিদ্বেষ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী,' বিদ্বজ্জনদের সম্মেলনে নিন্দায় কবীর সুমন

২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের ২৪ ঘণ্টা আগে পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছেন তিন বাঙালি— সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, বামপন্থী রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য এবং তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়। পদ্ম সম্মান প্রত্যাখ্যান নিয়ে মঙ্গলবার প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করেন কবীর সুমন, আবুল বাশার, শুভাপ্রসন্নের মতো বিশিষ্টরা। সেখানেই সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন কবীর সুমন।

Advertisement
নবতিপর কিংবদন্তী গায়িকাকে কেন্দ্রের এই পদ্মশ্রী দেওয়া নিয়ে  ইতিমধ্যেই শিল্পীমহলে ঝড় উঠেছে নবতিপর কিংবদন্তী গায়িকাকে কেন্দ্রের এই পদ্মশ্রী দেওয়া নিয়ে ইতিমধ্যেই শিল্পীমহলে ঝড় উঠেছে
হাইলাইটস
  • কেন্দ্র পদ্মশ্রী দিতে চেয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়কে
  • নবতিপর কিংবদন্তী গায়িকাকে কেন্দ্রের এই পদ্মশ্রী দেওয়া নিয়ে ইতিমধ্যেই শিল্পীমহলে ঝড় উঠেছে
  • মোদী সরকারের দায়সারা প্রস্তাবে বিরক্ত হয়েছেন শিল্পীমহলের একাংশ

২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের ২৪ ঘণ্টা আগে পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছেন তিন বাঙালি— সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, বামপন্থী রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য এবং তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়। পদ্ম সম্মান প্রত্যাখ্যান নিয়ে মঙ্গলবার প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করেন কবীর সুমন, আবুল বাশার, শুভাপ্রসন্নের মতো বিশিষ্টরা। সেখানেই সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী দেওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন কবীর সুমন।

পদ্ম পুরস্কার নিয়ে কবীর সুমনের বক্তব্য
সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ছিল বাংলা প্রাণ। পদ্মশ্রী দিতে চেয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করল কেন্দ্র সরকার। বক্তব্য রাখতে গিয়ে বলেন কবীর সুমন। সুমন আরও বলেন, অনেক শিল্পীই সন্ধ্যা মুখোপাধ্যায়ের আগে পদ্মভূষণ সম্মান পেয়েছেন। তাঁদের থেকে অনেক উপরে সন্ধ্যা মুখোপাধ্যায়। বহু কিংবদন্তি সুরকারের সুরে গান গেয়েছেন তিনি। এখন তাঁকে পদ্মশ্রী দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। হাসির ওপারে চলে গিয়েছে কেন্দ্র। এই বয়সে এসে ধাক্কা খেলেন গায়িকা, খুব খারাপ লাগছে। সাংবাদিক সম্মেলনে বলেন কবীর সুমন।

১৯৭০ সালে প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ সম্মান বঙ্গ বিভূষণে ভূষিত করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে। আর তারও ১ দশক পেরিয়ে শেষবেলায় নবতিপর কিংবদন্তী শিল্পীকে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব রেখেছে মোদী সরকার! বিষয়টি মেনে নিতে পারেননি ‘গীতশ্রী’ সন্ধ্যা। অতঃপর সোমবার বিকেলে কেন্দ্রীয় সরকারের তরফে দিল্লি থেকে ফোন আসতেই পত্রপাঠ সেই পদ্ম-সম্মান প্রত্যাখ্যান করে দেন প্রবাদপ্রতীম গায়িকা। মা সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী-প্রত্যাখ্যান নিয়ে  মুখ খুলেছেন কন্যা সৌমী সেনগুপ্ত।

নবতিপর কিংবদন্তী গায়িকাকে কেন্দ্রের এই পদ্মশ্রী দেওয়া নিয়ে  ইতিমধ্যেই শিল্পীমহলে ঝড় উঠেছে। মোদী সরকারের দায়সারা প্রস্তাবে বিরক্ত হয়েছেন শিল্পীমহলের একাংশ। তাই নিয়ে প্রতিবাদ জানাতেই এদিন প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকদের আয়োজন করা হয়েছিল  বিদ্বজ্জনদের তরফে। বাঙালিদের উপরে বিদ্বেষ রয়েছে। প্রকৃত প্রতিভাকে অসম্মান করেছে কেন্দ্র। বক্তব্য রাখতে গিয়ে বলেন আবুল বাশার। তিনি আরও বলেন, বাঙালির রোমান্স শুরু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের মধ্য দিয়ে। 

Advertisement

প্রসঙ্গত ২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের ২৪ ঘণ্টা আগে কেবল সন্ধ্যা মুখোপাধ্যায় নন পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছেন বামপন্থী রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য এবং তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। 
 

 

Advertisement