ভবানীপুর উপনির্বাচনেও BJP প্রার্থীর কাছে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে দলীয় সেবামূলক কর্মসূচি এবং রক্তদান শিবিরে যোগ দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। সেখানেই তিনি দাবি করেন, ভবানীপুরেও হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'নন্দীগ্রামে হারিয়েছি। চিন্তা করবেন না ভবানীপুর ও হারাব। নন্দীগ্রামে জাহাজ বাড়ির মালিক বলেছিলেন ৮০হাজার ভোটে জেতাবে। কিন্তু, আপনারা দেখেছেন নন্দীগ্রামে কী অবস্থা হয়েছে। পায়ে ব্যান্ডেড জড়িয়ে কি কাণ্ডটাই না করলেন, সবাই দেখেছে। তারপরেও আমি ওখানে জিতেছি।'
আরও পড়ুন : Covid19 in WB syllabus: রাজ্যে স্কুলের সিলেবাসে Corona, কোন ক্লাসে জানুন
তারপরই শুভেন্দুর সংযোজন, 'বেকারত্ব ঘরে ঘরে, দিদিমণি হারবে ভবানীপুরে। ভোট দিতে পারলেই মানুষ প্রস্তুত। তালিবানি রাজত্ব থেকে বাঁচতে হলে পদ্মফুলে ভোট দিতে হবে। এই লড়াই মর্যাদার লড়াই। লড়াই অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের মর্যাদার লড়াই।'
সাংবাদিকরা এরপর শুভেন্দুকে প্রশ্ন করেন, 'মদন মিত্র বলেছেন, নন্দীগ্রামের জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন ভবানীপুরে, এটা নিয়ে আপনার কী প্রতিক্রিয়া?' উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'আমি কী বলব ওঁর সম্পর্কে? উনি তো বলেছিলেন, নন্দীগ্রামে শুভেন্দু জিতলে কব্জি কেটে বাদ দিয়ে দেবেন। কই সেটা তো করলেন না।'
আরও পড়ুন : Vijay Rupani Resigns: ইস্তফা দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি
প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে ভোটগ্রহণ হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই ভবানীপুরের উপনির্বাচন ঘিরে রাজনৈতির পারদ চড়ছে। শুক্রবার দুপুর ২টো নাগাদ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী হয়েছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। কংগ্রেস প্রার্থী না দিলেও সিপিএম এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে। বামেদের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস।