scorecardresearch
 

গুরুং প্রসঙ্গ ওঠেনি নবান্নের বৈঠকে, 'চ্যাপ্টার ক্লোজড' দাবি বিনয়ের

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফের একবার বিমল গুরুংকে বিঁধলেন জিটিএ প্রধান বিনয় তামাং। তিনি জানালেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমল গুরুং নিয়ে কোনও কথাই হয়নি। বিমল গুরুং ক্লোজড চ্যাপ্টার। পাহাড়ের উন্নয়ন ও শান্তিপ্রক্রিয়া নিয়ে কথা হয়েছে বৈঠকে।

Advertisement
বিনয় তামাং। ছবি- বিনয় তামাংয়ের ফেসবুক পেজ থেকে বিনয় তামাং। ছবি- বিনয় তামাংয়ের ফেসবুক পেজ থেকে
হাইলাইটস
  • ফের গুরুংকে বিধলেন বিনয় তামাং
  • বৈঠকে গুরুং নিয়ে কোনও কথা হয়নি বলে জানান বিনয়
  • পাহাড়ে উন্নয়ন নিয়েই বৈঠক দাবি তামাংয়ের

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফের একবার বিমল গুরুংকে বিঁধলেন জিটিএ প্রধান বিনয় তামাং। তিনি জানালেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমল গুরুং নিয়ে কোনও কথাই হয়নি। বিমল গুরুং ক্লোজড চ্যাপ্টার। পাহাড়ের উন্নয়ন ও শান্তিপ্রক্রিয়া নিয়ে কথা হয়েছে বৈঠকে।

বৈঠক প্রসঙ্গে কী বললেন বিনয় তামাং

এদিন নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বিনয় তামাং ও অনিত থাপা। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমও। পরে একটি সাংবাদিক বৈঠক করেন বিনয় তামাং। সেখানে তিনি জানান, ''নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৫০ মিনিট ধরে বৈঠক হয়েছে। বৈঠক সদর্থক হয়েছে। পাহাড়ের শান্তি ও উন্নয়ন ইস্যুই প্রাধান্য পেয়েছে বৈঠকে। পাহাড়ে থমকে থাকা ইস্যুগুলি সমাধান করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। জিটিএ-এর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে বলে জানানো হয়েছে। মিরিক লেকে উন্নয়নের কাজ শুরু হবে। শেষ মাসে ১৭৫ কোটি টাকা এসেছে জিটিএতে। শেষ ৩০-৪০ বছরে পাহাড়ে কোনও উন্নয়ন হয়নি। আমরা আসার পরে সব কাজ করেছি। অনিত থাপাও খুব ভালো কাজ করছেন।''

গুরুং প্রসঙ্গে তামাং

সাংবাদিক বৈঠক থেকে ফের একবার কটাক্ষ করেন বিমল গুরুংকে।  তিনি জানান, ''মিটিংয়ে শুধু জিটিএ নিয়ে কথা হয়েছে। বিমল গুরুংকে কেন আপনারা এতো গুরুত্ব দেন! গুরং আমাদের সিলেবাসেই নেই। ওকে নিয়ে নবান্নের বৈঠকে কোনও কথাই হয়নি। ওর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আমাদের বিরুদ্ধে কোনও মামলা নেই।  বিমল গুরুং এখনও পালিয়ে বেরাচ্ছেন। পাহাড়ের শান্তি আমাদের মূল উদ্দেশ্য। পর্যটন দার্জিলিংয়ের মূল শিল্প। আমাদের ফোকাস সেই দিকে। মিটিংয়ের আগেও যা বলেছিলাম এখনও তাই বলছি, গুরুং ও রোশন গিরির সঙ্গে কোনওপ্রকার মঞ্চ ভাগাভাগি করব না।''

রাজ্যপাল নিয়ে কী বললেন বিনয়

Advertisement

সেইসঙ্গে রাজ্যপাল নিয়ে প্রশ্ন করা হলেই তিনি জানান, ''রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপালের তরফ থেকে আমাদের কাছে এখনও কোনও আমন্ত্রণ পত্র আসেনি।''

বৈঠক শেষে বিনয় তামাং সাফ জানিয়ে দিলেন বিমল গুরং তাঁর আলোচনার বাইরে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি জিটিএ নিয়ে আলোচনা চালিয়েছেন। সবশেষে তিনি জানান, পাহাড়ের মানুষ তাঁর সঙ্গে রয়েছে। গোর্খাল্যান্ড স্বপ্ন তাঁর কাছে মায়ের সমান, রাজনৈতিক নেতারা এই ইস্যুকে নিয়ে ভোট চান। বিনয়ের দাবি, তাঁরাই দায়িত্ব পাওয়ার পরে গোর্খ্যাল্যান্ড ইস্যুতে অশান্তি বন্ধ করেছেন। 

Advertisement