scorecardresearch
 

BJP KMC Agitation : সেন্ট্রাল অ্যাভিনিউতে BJP-র মিছিল আটকাল পুলিশ, ব্যাপক ধস্তাধস্তি-উত্তেজনা

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির কলকাতা পুরসভা (KMC) অভিযান। উপস্থিত থাকছেন বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব। যদিও বিজেপিকে আন্দোলনের অনুমতি দেয়নি পুলিশ। মিছিল আটকাতে ব্যারিকেড, জলকামান নিয়ে প্রস্তুত কলকাতা পুলিশ। পালটা অভিযান সফল করতে বন্ধ পরিকর গেরুয়া শিবির। 

Advertisement
অসুস্থ মহিলা বিজেপি কর্মী (ছবি সূত্র-বিজেপির ফেসবুক পেজ) অসুস্থ মহিলা বিজেপি কর্মী (ছবি সূত্র-বিজেপির ফেসবুক পেজ)
হাইলাইটস
  • ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদ
  • পুরসভা অভিযান বিজেপির
  • আন্দোলন রুখতে পুলিশের ব্যাপক প্রস্তুতি
  • মিছিল কার্যত ছত্রভঙ্গ। বিজেপির নেতা কর্মীদের গ্রেফতারের পর নিয়ে যাওয়া হয় লালবাজারের সেন্ট্রাল লক-আপে। এদিন মোট ৫৪ জন নেতাকে গ্রেফতার করা হয়। 
  • ধস্তাধস্তিতে অসুস্থ বিজেপির মহিলা কর্মী। রাস্তায় পড়ে রয়েছেন ওই কর্মী। জল দেওয়া হচ্ছে তাঁকে।
  • মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। মাটিতে বসে বিক্ষোভ প্রদর্শন অগ্নিমিত্রা পলের। পরে প্রিজন ভ্যানে তোলা হল তাঁকে।
  • 'শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে গ্রেফতার করা হল সেটা বেআইনি, মানব না', বললেন সায়ন্তন বসু। 
  • সেন্ট্রাল অ্যাভিনিউতে হিন্দুস্থান ভবনের সামনে মিছিল আটকে দিল পুলিশ। বাসে তোলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। ধস্তাধস্তির পরিস্থিতি। মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। 
  • 'মানুষের কথা বলতে গেলে পুলিশের অনুমতি লাগে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালিন অনুমতি নিতেন না।' মিছিলে হাঁটতে হাঁটতে বললেন জয়প্রকাশ মজুমদার।
  • একাধিক জায়গায় ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বদলে গিয়েছে বিজেপির মিছিলের রুট। সুবোধ মল্লিক স্কোয়ারের পরিবর্তে গণেশচন্দ্র অ্যাভিনিউতে মিছিল। 
  • পুরসভার সামনে কড়া পুলিশি নিরাপত্তা। মিছিল আটকাতে ব্যারিকেড। মিছিলে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 
  • মিছিল করে এগোচ্ছেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। ব্যারিকেড ভাঙতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে মিছিল এগিয়ে চলেছে সুবোধ মল্লিক স্কোয়াডের দিকে।
  • বিজপির মিছিলে সামিল হবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। থাকছেন বেশকয়েকজন বিধায়কও।
  • বিজেপির মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। মিছিল রুখতে ৩টি ব্যারিকেড করা হচ্ছে। সঙ্গে রয়েছে কিউআরটি ভ্যান ও জল কামান। জমায়েত করলে গ্রেফতারের হুঁশিয়ারি পুলিশের। 
  • 'ভ্যাকসিন নিয়ে যে কেলেঙ্কারি হচ্ছে, তার প্রতিবাদে আমরা পথে নামছি।' সাফ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination Case) সরগরম রাজ্য রাজনীতি। আজ ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপির কলকাতা পুরসভা (KMC) অভিযান। উপস্থিত থাকছেন বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব। যদিও বিজেপিকে আন্দোলনের অনুমতি দেয়নি পুলিশ। মিছিল আটকাতে ব্যারিকেড, জলকামান নিয়ে প্রস্তুত কলকাতা পুলিশ। পালটা অভিযান সফল করতে বন্ধ পরিকর গেরুয়া শিবির। 

Advertisement

 

Advertisement