scorecardresearch
 

Sandeshkhali LIVE : ধস্তাধস্তিতে অসুস্থ সুকান্ত মজুমদার, নাটক বলছে তৃণমূল

টাকিতে ধুন্ধুমার। সন্দেশখালি যাওয়ার পথে বাধা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পথে বসে পড়েন তিনি। তারপরও তাঁকে পুলিশ বাধা দেয়।

Advertisement
Sukanta Majumder Sukanta Majumder
হাইলাইটস
  • সন্দেশখালি যাওয়ার পথে বাধা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে
  • টাকিতে অসুস্থ সুকান্ত মজুমদার

সন্দেশখালি থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কেন সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল সেই সংক্রান্ত তা তথ্য হাইকোর্টে জমা করতে পারনি রাজ্য সরকার। এবার সন্দেশখালির ১৯ জায়গাকে নির্দিষ্ট করে সেখানে জারি করা হল ১৪৪ ধারা। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত যা জারি থাকবে।

  • সন্দেশখালি নিয়ে মিথ্যাচার হচ্ছে। যদি মহিলাদের বিরুদ্ধে এত অত্যাচার হচ্ছে তাহলে বিরোধীরা এতদিন বলেননি কেন ? প্রশ্ন কুণালের। 
  • অসুস্থ সুকান্তকে বসিরহাট থেকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হাসপাতালে
  • সুকান্ত মজুমদার অভিনয় করছেন, তাঁর উপর কোনও আক্রমণ হয়নি, মন্তব্য তৃণমূলের শান্তনু সেনের। 
  • বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সুকান্ত মজুমদারকে। রাজ্য পুলিশ সাহায্য করছে না বলে অভিযোগ। 
  • টাকিতে ধুন্ধুমার। সন্দেশখালি যাওয়ার পথে বাধা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পথে বসে পড়েন তিনি। তারপরও তাঁকে পুলিশ বাধা দেয়। এরপরই মাটিতে শুয়ে পড়েন। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। ঘটনা নিয়ে চরম উত্তেজনা টাকিতে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। 
  • এদিন সরস্বতী ঠাকুর নিয়ে সন্দেশখালি যাওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যদিও টাকিতে ইছামতীর তীরে পুজো করেন সুকান্ত। বাগদেবীর প্রতিমা বসিয়ে নিজেই পুজোয় সারেন বিজেপির রাজ্য সভাপতি। 
  • গতকাল থেকে টাকির এক গেস্ট হাউসে ছিলেন সুকান্ত। তিনি যাতে সন্দেশখালি যেতে না পারেন, সেজন্য সকাল থেকে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। তবে পুলিশের চোখে ধুলো দিয়ে অন্য গেট দিয়ে বেরিয়ে যান সুকান্ত। তারপরই টাকিতে পুজো সারেন। 
  • সুকান্ত মজুমদারের অভিযোগ,'পুলিশ ধস্তাধস্তি করে সরস্বতী প্রতিমার হাত ভেঙে দেয়। বাংলার পুলিশের এখন এটা কাজ হয়েছে। আগে জানতাম বাংলাদেশে দুর্গাপুজোর সময় জামাত সহ বিভিন্ন উগ্রপন্থী সংগঠন বা ওই মানসিকতার লোকেরা মায়ের মূর্তি ভাঙত। এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুলিশ মায়ের মূর্তি ভাঙার কাজে হাত দিয়েছে।'

 

Advertisement

Advertisement