scorecardresearch
 

Buddhadeb Sau: 'আগের উপাচার্য যা করে গিয়েছিল...' র‍্যাগিং-ইস্যুতে বিস্ফোরক যাদবপুরের VC বুদ্ধদেব সাউ

আপনি কি নিজের পূর্বসূরী সুরঞ্জন দাসকে কাঠগড়ায় তুলছেন? উপচার্যের জবাব,'আমি কাঠগড়ায় তুলছি না। যিনি করেছেন সেটা সুরঞ্জন দাস হলে তিনিই, অন্য কেউও হতে পারে। এই রকমভাবে আমি আপনার কথায় বলতে পারি না।'

Advertisement
বুদ্ধদেব সাউ বুদ্ধদেব সাউ

দেড় মাস যেতে না যেতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের একাংশের কর্মকাণ্ড নিয়ে যারপরনাই বিরক্ত উপাচার্য বুদ্ধদেব সাউ। বাংলা ডট আজতক ডট ইন-কে উপাচার্য ফোনে জানালেন, তিনিও ব়্যাগিংয়ের শিকার। কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দেওয়া হচ্ছে না। বড় মাথারও এর পিছনে রয়েছে। তাঁর কথায়,'আমাকে ছাত্ররা ঘিরে ধরে বেরোতে দেয় না, এটা কি ব়্যাগিং নয়?'
 
আপনি এবার কি ভাবছেন? উপাচার্য জানালেন,'শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ করতে পারা যায় কিনা সেটা দেখছি।' এই ছাত্ররা বেরোতে দিচ্ছে না। ঘিরে রাখছে। ফালতু কারণে ঘিরে রাখছে।' প্রাক্তন উপাচার্যকেও কাঠগড়ায় তুলেছেন বুদ্ধদেব সাউ। তিনি বলেন,'একটা অনিয়মকে প্রতিষ্ঠা করা হয়েছে। আগের উপাচার্য 'অল স্টেক হোল্ডার' বলে একটা জিনিস তৈরি করেছিলেন। এটা উনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা কোভিড-১৯ পরিস্থিতিতে করা হয়েছিল। তার পরও অল স্টেক হোল্ডার করে, সেটাই যদি নিয়ম বানিয়ে যান, যা আইনবিরোধী। সেটাকেই অস্ত্র করে বলা হচ্ছে, তখন হয়েছে আজও হবে।'

আপনি কি নিজের পূর্বসূরী সুরঞ্জন দাসকে কাঠগড়ায় তুলছেন? উপচার্যের জবাব,'আমি কাঠগড়ায় তুলছি না। যিনি করেছেন সেটা সুরঞ্জন দাস হলে তিনিই, অন্য কেউও হতে পারে। এই রকমভাবে আমি আপনার কথায় বলতে পারি না।'

Advertisement