scorecardresearch
 

Narada Scam : নারদকাণ্ডে ৪ হেভিওয়েট নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হাইকোর্টের

নারদকাণ্ডে ৪ হেভিওয়েট নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ব্যক্তিগত ২ লক্ষ টাকার বন্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার শুনানি শেষে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। 

Advertisement
৪ নেতার অন্তর্বর্তী জামিন ৪ নেতার অন্তর্বর্তী জামিন
হাইলাইটস
  • ফিরহাদ-সুব্রত-মদন-শোভনের অন্তর্বর্তী জামিন
  • মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট
  • ব্যক্তিগত ২ লক্ষ টাকা বন্ডে জামিন

নারদকাণ্ডে (Narada Scam) ৪ হেভিওয়েট নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ব্যক্তিগত ২ লক্ষ টাকার বন্ডে ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র (Madan Mitra) এবং শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার শুনানি শেষে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। 

নারদকাণ্ডে কিছুদিন আগেই ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। গ্রেফতারির দিনই অবশ্য ৪ নেতার জামিন মঞ্জুর করে নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। তদন্তকারী সংস্থার আবেদনের পর নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরে শুনানিতে এই ৪ নেতাকে গৃহবন্দি থাকারও নির্দেশও দেওয়া হয়। এদিকে ইতিমধ্যে এই মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে। পরে অবশ্য মামলা ফিরে আসে হাইকোর্টেই।

শুক্রবার হাইকোর্টে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুরু হয় মামলার শুনানি। এরপর ৪ নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চ। ব্যক্তিগত ২ লক্ষ টাকার বিনিময়ে মঞ্জুর করা হয়েছে এই জামিন। একইসঙ্গে তাঁরা এই মামলা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনওরকম মুখ খুলতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এদিন বেলা ১২টা নাগাদ শুরু হয় শুনানি প্রক্রিয়া। পুরো মামলার শুনানি করতে চান সলিসিটার জেনারেল। কিন্তু ধৃত ৪ নেতাকে প্রভাবশালি বলে যে দাবি সিবিআই করেছে, তা নিয়ে এদিন প্রশ্ন তোলে হাইকোর্ট। এর কিছুক্ষণ পরেই ৪ নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।

 

Advertisement