scorecardresearch
 

SSC মামলায় চার্জশিট CBI-এর, নাম নেই পার্থর, দেখুন পুরো তালিকা

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জমা দেওয়া চার্জশিটে শান্তিপ্রসাদ, সুবীরেশ, কল্যাণময় ছাড়াও রয়েছে এসএসসির সহকারী সচিব অশোককুমার সাহা, প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু এবং সমরজিৎ আচার্যের নামও। অশোককুমার বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক কাদের নাম রয়েছে সিবিআই-এর চার্জশিটে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • এসএসসি মামলায় চার্জশিট
  • চার্জশিটে ১২ জনের নাম
  • নাম নেই পার্থর

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট জমা দিল সিবিআই (CBI)। চার্জশিটে স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ১২ জনের নাম রয়েছে। তবে চার্জশিটে নাম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এর মধ্যে বর্তমানে ৬ জন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জমা দেওয়া চার্জশিটে শান্তিপ্রসাদ, সুবীরেশ, কল্যাণময় ছাড়াও রয়েছে এসএসসির সহকারী সচিব অশোককুমার সাহা, প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু এবং সমরজিৎ আচার্যের নামও। অশোককুমার বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক কাদের নাম রয়েছে সিবিআই-এর চার্জশিটে।

১. শান্তিপ্রসাদ সিনহা (এসএসসি প্রাক্তন উপদেষ্টা)
২. সুবীরেশ ভট্টাচার্য (এসএসসি প্রাক্তন চেয়ারম্যান)
৩. কল্যাণময় গঙ্গোপাধ্যায় (এসএসসি অ্যাডহক কমিটির প্রাক্তন সভাপতি)
৪. অশোক কুমার সাহা (এসএসসি প্রাক্তন সহকারী সচিব)
৫. সমরজিৎ আচার্য (এসএসসি প্রোগ্রাম অফিসার)
৬. পর্ণা বসু (এসএসসি প্রাক্তন প্রোগ্রাম অফিসার)
৭. প্রসন্ন রায় ওরফে রাকেশ
৮. প্রদীপ সিং ওরফে ছোটু
৯. রোহিত কুমার ঝাঁ
১০. জুঁই দাস
১১. আজাদ আলি মির্জা
১২. ইমাম মোমিন

এর আগে গত বুধবার আলিপুর আদালতে মামলার শুনানির সময় সিবিআই দাবি করে, শান্তিপ্রসাদ, কল্যাণময়রা সংগঠিতভাবে অপরাধ করার পাশাপাশি ধরা পড়লে কীভাবে বাঁচাবেন, তারও আগাম প্রস্তুতিও সেরে রেখেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আরও দাবি করা হয় যে, এসএসসি মামলায় শান্তিপ্রসাদদের আগে যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের কাছ থেকে এঁরা জেনে নিতেন, সিবিআই কী কী প্রশ্ন করছে, কী তথ্য চাইছে। সেই মতো প্রস্তুতি নিতে শুরু করেন। যদিও সিবিআই-এর সেই সমস্ত দাবি অস্বীকার করেন অভিযুক্তদের আইনজীবীরা। 

Advertisement

আরও পড়ুনগাইঘাটায় পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার কঙ্কাল, '৫ বছর আগে নিখোঁজ', দাবি পরিবারের

 

Advertisement