scorecardresearch
 

Cattle Smuggling: আরও বিপাকে বিনয় মিশ্র! CBI জারি করল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling) বিনয় মিশ্রের (Binoy Misra) বিরুদ্ধে জামিন অযোগ্য় গ্রেফতারি পরোয়ানা জরি করল সিবিআই-এর (CBI) বিশেষ আদালত। ইতিমধ্যেই বেশ কয়েকবার শমন পাঠানো হলেও হাজিরা দেননি তিনি। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। আর এবার বিনয়রে বিরুদ্ধে সরাসরি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিনয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
  • জারি করল বিশেষ সিবিআই আদালত
  • বিনিয়ের খোঁজে সিবিআই

গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling) বিনয় মিশ্রের (Binoy Misra) বিরুদ্ধে জামিন অযোগ্য় গ্রেফতারি পরোয়ানা জরি করল সিবিআই-এর (CBI) বিশেষ আদালত। ইতিমধ্যেই বেশ কয়েকবার শমন পাঠানো হলেও হাজিরা দেননি তিনি। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। আর এবার বিনয়রে বিরুদ্ধে সরাসরি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। 

প্রসঙ্গত মাস খানেক আগে গরু পাচার কাণ্ডে উঠে আসে বিনয় মিশ্রের নাম। তাঁর বাড়িতেও হানা দেয় সিবিআই। কিন্তু তাঁর নাগাল পাওয়া যায়নি। তারপর থেকেই বিনয়কে লাগাতার খুঁজছেন সিবিআই-এর আধিকারিকরা। গরু পাচারে বিপুল অঙ্কের টাকা পাচারে বিনয়ের হাত ছিল বলেই দাবি সিবিআই আধিকারিকদের। তাঁকে হাজিরা দেওয়ার জন্য় নোটিস পাঠায় সিবিআই। কিন্তু তাতে কাজ না হওয়ায় অবশেষে এই পরোয়ানা জারি করল আদালত।

মঙ্গলবার বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারপর বিনয়ের সন্ধানে তাঁর রাসবিহারীর বাড়িতে যান তদন্তকারীরা। কিন্তু সেখানে পাওয়া যায়নি তাঁকে। সিবিআই সূত্র খবর, গরু পাচারকাণ্ডে এখনও পর্যন্ত ৩ বার নোটিস দেওয়া হয়েছে বিনয়কে। কিন্তু কোনও বারেই হাজিরা দেননি তিনি। গত ১৯ জানুয়ারিও হাজিরার কথা ছিল তাঁর। কিন্তু সেদিনও তিনি সিবিআই-এর দফতরে পৌঁছাননি। সিবিআই-এর তদন্তকারীরা জানাচ্ছেন ফোনে পাওয়া যাচ্ছে না বিনয়কে। এমনকি তিনি কোথায় আছেন তা বলতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরাও। তাই শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। 


 

Advertisement