scorecardresearch
 

দু'মাস ধরে ব্যক্তির দেহ আগলে স্ত্রী-মেয়ে! বাগবাজারে রবিনসন স্ট্রিটের ছায়া

দোকান বাজার করার জন্য নিজেই বাড়ি থেকে বেরোতেন ওই ব্যক্তি। কিন্তু বিগত বেশকিছুদিন তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না। প্রথমদিকে স্থানীয়রা মনে করেছিলেন, হয়ত শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন বেরোচ্ছেন না তিনি। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই পচা গন্ধ পেতে থাকেন স্থানীয় বাদিন্দারা। গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাঁরা বুঝতে পারেন সেটি আসছে দ্বিগ্বিজয়বাবুর বাড়ি থেকেই।

Advertisement
বাড়ি থেকে বের করা হচ্ছে দেহ বাড়ি থেকে বের করা হচ্ছে দেহ
হাইলাইটস
  • বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ
  • দেহ আগলে ছিলেন স্ত্রী ও মেয়ে
  • বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

ফের একবার রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া। এবার ঘটনাস্থল উত্তর কলকাতার বাগবাজার। মৃতের নাম দ্বিগ্বিজয় বোস। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। প্রায় দুমাস ধরে দেহটি বাড়িতে পড়ে ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। 

জানা গিয়েছে, প্রাক্তন নাট্যকর্মী বছর ৭৮-এর দ্বিগ্বিজয় বোসের স্ত্রী পক্ষাঘাতগ্রস্থ। মেয়ের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলেও জানা যাচ্ছে। স্ত্রী মেয়েকে নিয়েই থাকতেন দ্বিগ্বিজয়বাবু।

স্থানীয় সূত্রে খবর, দোকান বাজার করার জন্য নিজেই বাড়ি থেকে বেরোতেন ওই ব্যক্তি। কিন্তু বিগত বেশকিছুদিন তাঁকে এলাকায় দেখা যাচ্ছিল না। প্রথমদিকে স্থানীয়রা মনে করেছিলেন, হয়ত শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন বেরোচ্ছেন না তিনি। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই পচা গন্ধ পেতে থাকেন স্থানীয় বাদিন্দারা। গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাঁরা বুঝতে পারেন সেটি আসছে দ্বিগ্বিজয়বাবুর বাড়ি থেকেই। 

এরপরেই পুলিশে খবর দেন এলাকাবাসীরা। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। এরপর দ্বিগ্বিজয়বাবুর বাড়িতে ঢুকে দেখা যায় বিছানায় পড়ে রয়েছে তাঁর পচাগলা দেহ। আর প্রায় কঙ্কাল হয়ে যাওয়া দেহটিকে আগলে রেখেছেন তাঁর স্ত্রী ও মেয়ে। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে কার্যত বাধা দেন তাঁরা। তাঁদের ধারনা জীবিত রয়েছেন দ্বিগ্বিজয় বোস। পরে অবশ্য দেহটি উদ্ধার করে পুলিশ। 

 

Advertisement