scorecardresearch
 

Dengue Fever: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত লাখের কাছে, আবার বৃষ্টি হলে? দুশ্চিন্তায় স্বাস্থ্য দফতর

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ! দুর্গাপুজোর মধ্যেই গত বছরকে টপকে গেল এ বছরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। হিসেব বলছে গত এক দশকে সর্বোচ্চ ডেঙ্গির খবর মিলেছে। স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, ২৪ অক্টোবর, দশমী পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট অন্তত পৌনে এক লাখ মানুষ। শুধু দেবীপক্ষেই ডেঙ্গি পজ়িটিভ চিহ্নিত হয়েছেন হাজার দশেকের বেশি মানুষ।

Advertisement
প্রতীকী ছবি। প্রতীকী ছবি।
হাইলাইটস
  • রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ!
  • দুর্গাপুজোর মধ্যেই গত বছরকে টপকে গেল এ বছরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ! দুর্গাপুজোর মধ্যেই গত বছরকে টপকে গেল এ বছরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। হিসেব বলছে গত এক দশকে সর্বোচ্চ ডেঙ্গির খবর মিলেছে। স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, ২৪ অক্টোবর, দশমী পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট অন্তত পৌনে এক লাখ মানুষ। শুধু দেবীপক্ষেই ডেঙ্গি পজ়িটিভ চিহ্নিত হয়েছেন হাজার দশেকের বেশি মানুষ।

২০২২ সালে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজারের বেশি। যা শেষ এক দশকের মধ্যে ছিল সর্বোচ্চ। দেশের মধ্যেও সেটা ছিল সর্বাধিক। এ বার সেই রেকর্ডও ভেঙে দিলো চলতি মরসুম। এদিকে নভেম্বর মাসেও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, কয়েক পশলা বৃষ্টিই ডেঙ্গি পরিস্থিতি আরও ঘোরালো করে তুলতে পারে।

তাই স্বাস্থ্যকর্তাদের আশঙ্কা, চলতি মরশুমে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হয়তো লাখ ছুঁইছুঁই হয়ে যেতে পারে। প্রসঙ্গত, ডেঙ্গির মরশুম থাকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত।

আরও পড়ুন

ডেঙ্গির সাম্প্রতিক হানা
২০২২ সালে ৬৭,২৭১ জন ডেঙ্গি পজ়িটিভ হন রাজ্যে, যা দেশের মধ্যে সর্বাধিক।
২০১৮ ও ২০১৯ সালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রকাশ করেনি স্বাস্থ্য দপ্তর। ২০২০ ও ২০২১-এ যথাক্রমে ৫,১৬৬ জন ও ৮,২৬৪ জন ডেঙ্গিতে সংক্রমিত হয়েছিলেন।

২৪ অক্টোবর পর্যন্ত ২০২৩ সালে মোট সংক্রমিতের সংখ্যা ৭৬,৪৭৫। চলতি বছর সরকারি ল্যাবে এখনও পর্যন্ত ৪৮,৩১১ জন ও বেসরকারি ল্যাবে ২৮,১৬৪ জন ডেঙ্গি পজ়িটিভ চিহ্নিত হয়েছেন। শুধু দেবীপক্ষেই, মহালয়া থেকে দশমী পর্যন্ত ৮,৯২৯ জনের ডেঙ্গি ধরা পড়েছে।

এ বছর বর্ষাকালের ঢের আগেই শুরু হয়েছে বৃষ্টি। কালবৈশাখী হয়েছে লাগাতার। মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে জল জমার পরিস্থিতি শুরু হওয়ার ফলে ডেঙ্গির বাহক এডিস মশার দেদার জন্মানোর আবহ তৈরি হয়েছিল বর্ষার আগেই।
গত বছরের (প্রায় ৯৫০ মিলিমিটার) তুলনায় এ বছর (১২৮২ মিলিমিটার) দেড় গুণ বেশি বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। বৃষ্টি একদিনে অনেকটা হয়েছে, আবার বাকি সময়টা শুখা থাকেনি। নিয়মিত মাঝারি বৃষ্টি হয়েই গিয়েছে চলতি মরশুমে। ফলে, ডেঙ্গির মশা জন্মানোর অনুকুল পরিবেশ এ বছর অনেকটাই বেশি।

Advertisement

 

Advertisement