বাংলায় তৃণমূল লড়বে, দেশে ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকবে, গতকাল বৃহস্পতিবার একথা জানিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই প্রশ্ন ওঠে, বাম বিজেপি তে কড়া মমতা। কংগ্রেসে নরম। বিষয়টিতে শুক্রবার সকালে বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, 'আমরা চাই চোরেদের সব দল একজোট হয়ে যাক। দুর্নীতিমুক্ত দেশ তৈরি করতে হবে। এখনও ওরা ঠিক করতে পারছে না, কাকে সঙ্গে নেবেন, কাকে ফেলবেন। বিজেপির বিরুদ্ধে সবাই এক হন, আমরাও চাইছি। যাতে লোকে বুঝতে পারে কারা চোর। সমস্ত চোর চুরি করেছে যারা। দেশকে লুঠ করেছে যারা, সেই সমস্ত শক্তি এক হয়ে যাক আর রাষ্ট্রবাদী শক্তি একদিকে থাকুক।'
অন্যদিকে, কার্নিভাল ঘিরে হাওড়ায় তৃণমূল বনাম তৃণমূলের সংঘাতে তুলকালাম। ক্রীড়ামন্ত্রীর সামনেই প্রতিমন্ত্রী-পুরপ্রশাকের লড়াই। ঘনিষ্ঠদের হাতাহাতি। বিষয়টিতে দিলীপ বলেন, 'তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। এটাই স্বাভাবিক। এভাবেই দলটা শেষ হবে। ডাকাতদের দল। এই দলের রাশ কারও হাতে নেই। ভগবানের হাতে আছে। যেদিন যাবে চলে যাবে। মানুষ একদিন ছুঁড়ে ফেলে দেবে।'
এদিকে ফের কলকাতায় টাকার পাহাড়! কেষ্টপুরে ১ কোটি ৮৫ লক্ষ বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার মামলায় পাটনা-ইডির অভিযান চলছিল। দিলীপ ঘোষ বিষয়টিতে বলেন, 'মমতা খালি গাইছেন টাকা নেই, টাকা নেই। অথচ টাকার পাহাড়। টিভি খুললেই কোটি কোটি টাকা। টাকা আপনার লোকেদের বাড়িতে রয়েছে। সব টাকা তৃণমূল নেতাদের বাড়িতে রয়েছে। যেখানেই অবৈধ টাকা, উদ্ধার হবে। কেউ বাঁচবে না।'
ডায়মন্ড হারবারে রেকর্ড সংখ্যক বার্ধক্য ভাতা দিতে চলেছেন অভিষেক। এই প্রশ্নের উত্তরে দিলীপের প্রশ্ন, 'সরকারের যা টাকা, ডায়মন্ড হারবারের লোককে দিয়ে ভোটটা ঠিক করতে চাইছে। কিন্তু উন্নয়ন কতটা হচ্ছে।'