বুধবারই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে গিয়েছিলেন প্রবীর ঘোষাল। এবার নাম না করে পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, "যাঁদেরকে নিচ্ছে না ওখানে, নো এন্ট্রি বোর্ড রয়েছে, তাঁরাই এই ধরণের কষ্টের মধ্যে আছেন। কেউ বলছেন আগে ভুল করেছিলাম, কেউ বলছেন এখন ভুল করছি। কে কী ভুল করেছেন তাঁরা ঠিক করুন। ভারতীয় জনতা পার্টি গঙ্গার পবিত্র আছে, থাকবে। অনেকে এসেছেন, সেই পবিত্রতাকে সহ্য করতে পারছেন না। এঁদো পুকুরে ছিলেন, ওখানেই চলে যান, কমফর্টে থাকুন, আমাদের কোনও টেনশন নেই।"
প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। তবে উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন তিনি। তার কিছুদিন পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় প্রবীরের। এমনকী দলের বৈঠকেও দেখা যায়নি তাঁকে।
এরপর তৃণমূলের (TMC) দলীয় মুখপত্র জাগো বাংলার হয়ে কলম ধরেন প্রবীর ঘোষাল। জাগো বাংলার সম্পাদকীয়তে 'কেন বিজেপি করা যায় না' শীর্ষক প্রতিবেদনেন প্রবীর লেখেন 'ওখানে কাজ করার চেয়ে টাকা চাওয়ার লোক বেশি'। তাঁর সেই প্রতিবেদনকে ঘিরে তীব্র চঞ্চল্য ছড়ায় রাজনৈতিকমহলে।
এরপরেই বিজেপিতে (BJP) নিশানা করে প্রবীর ঘোষাল বলেন, "ওই দলে যোগ দেওয়ার সময় আমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেগুলি বাস্তবায়িত হয়নি। আমি ওই দলে গিয়ে হতাশ হয়েছি। বিজেপিকে কোনও রাজনৈতি দল বলে আমি মনেই করি না। এখন আদৌ বিজেপিতে আছি কি না নিজেই জানি না। মানসিকভাবে তো নেই।"