'তৃণমূল নন্দীগ্রামেও (Nandigram) জিতবে বলেছিল, তারপর ফলাফল দেখা গিয়েছে। যদি এতই দম থাকে তাহলে মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছে কেন, বসে থাকুন,মানুষ ভোট দিয়ে দেবেন', ভবানীপুর উপনির্বাচন (Bhawanipur By Election) নিয়ে রবিবার এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একইসঙ্গে তিনি বলেন, 'বিজেপি জয়ের জন্যই লড়ছে এবং মানুষের কাছে যাবে। মানুষ সিদ্ধান্ত নেবেন।'
প্রচার নিয়ে দিলীপ যা বললেন...
এদিন উপনির্বাচনের প্রচারে কেন্দ্রীয় নেৃতৃত্বের আসার সম্ভাবনাও সরাসরি খারিজ করে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'কেন্দ্রীয় নেতৃত্ব উপনির্বাচনের প্রচারে আসেন না।' অন্যদিকে প্রচারে অংশ নেবেন না বলে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'প্রচার এখনও শুরু হয়নি। দল ঠিক করেছে কাদের প্রচারে লাগান হবে। বাকিদের কী সমস্যা রয়েছে তা নিয়েও আলোচনা হবে।' একইসঙ্গে, দল দলের নিয়মে চলে, সংবাদমাধ্যম দিয়ে চলে না বলেও এদিন মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।
'বিজেপি নিয়ে মাথা ঘামাতে হবে না'
অন্যদিকে বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই ইস্তফা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী (Gujarat CM Resignation), তৃণমূলের (TMC) এহেন মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বিজেপিতে (BJP) কী চলছে তা নিয়ে তৃণমূলকে মাথা ঘামাতে হবে না।' এরপরই তাঁর কটাক্ষ, 'তৃণমূলকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হতে হচ্ছে, জোর করে উপনির্বাচন করাতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়ে দেখুন দল বাঁচে কি না।' একইসঙ্গে আগামী ১৫ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত ত্রিপুরা সফর নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।