বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের সরব বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি অভিযোগ করেন, গ্রামে লুঠপাঠ চলছে। দিল্লি থেকে অফিসারেরা এসেছেন। আমরা অভিযোগ করেছি। রাজ্যে সিরিয়া-আফগানিস্তানের মতো পরিস্থিতি হয়েছে।
দিলীপ ঘোষ বলেন, দিল্লি থেকে অফিসাররা এসেছেন। আমাদের কাছে যেসব হিংসা ঘটনার খবর ছিল আমরা লিখিতভাবে দিয়েছি এবং গ্রামেগঞ্জে যে সমস্ত লুঠপাট হচ্ছে তা নিজে চোখে দেখে আসার আহ্বান করেছি। তারা রাজি হয়েছেন। সরকার বলছে হিংসা থেমে গেছে, কিন্তু আসলে তা নয়। আজ দাঁতনে আমাদের তিনজনকে কোপানো হয়েছে বাজারে। ঘরবাড়ি ভাঙ্গা হচ্ছে, মানুষ পালিয়ে গিয়ে অন্য জায়গায় আছেন। আফগানিস্তান, সিরিয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছে। খোলাখুলিভাবে মহিলাদের সাথে অত্যাচার হচ্ছে, তুলে নিয়ে যাওয়া, গ্যাং রেপ হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব না পালন করে অন্যের সমালোচনা করতেই ভালোবাসে। এটা প্রথমবার নয়। পঞ্চায়েত নির্বাচনের সময়ও এটা হয়েছে। নির্বাচনের শেষে হিংসা এখানকার পরম্পরা। নির্বাচনে জেতার পর নিজের দলে নিয়ে আসার চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলে। আগের বছর পর করোনার সময় উনি বলেছিলেন যে কোভিডে আক্রান্ত হলে এক লাখ টাকা দেয়া হবে সরকারি কর্মচারীদের। কিন্তু কজন তা পেয়েছে জিজ্ঞেস করুন। উনি শুধু প্রতিশ্রুতি দেন কথা রাখেন না।
শুভেন্দু অধিকারী বলেন, ৫ তারিখ থেকে ভ্যাকসিন দেবার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্বাচনী প্রচারে, কিন্তু আজ ৬ তারিখ। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কেন্দ্রকে ব্যবস্থা নিতেই হবে এবং সেই কারণেই টিম এসেছে এবং ব্যবস্থা হবে। প্রসঙ্গত, এদিন রাজ্যে এসে হামলার মুখে পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়। মেদিনীপুরে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরনের ওপরে হামলার অভিযোগ। মেদিনীপুরের পাঁচখুড়িতে তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনায় মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।